ঈদের শুভেচ্ছা বার্তায় যা বললেন হামজা-জামালরা
Published: 31st, March 2025 GMT
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও খুশির আমেজে আজ সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আর ঈদ উপলক্ষ্যে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন গেল ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া হামজা চৌধুরী, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও অন্যান্য ফুটবলাররা।
হামজা তার ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, ‘‘আসসালামু আ’লাইকুম সবাইকে। আমি ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। শিগগিরই দেখা হবে ইনশাল্লাহ।’’
জামাল ভূঁইয়া বলেন, ‘‘আসসালামু আ’লাইকুম সবাইকে। ঈদ মোবারক। আশা করি সবাই পরিবারের সাথে ঈদ উপভোগ করতেছো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।’’
আরো পড়ুন:
“ইনশাআল্লাহ জুনে ফিরে আসব”
‘মেসির সঙ্গে’ পরিচয় করিয়ে দিলেন জামাল, ছেত্রীর সঙ্গে তুলনায় দিলেন অন্যরকম উত্তর
ফুলব্যাক রহমত মিয়া বলেন, ‘‘রোজা আমাদের আত্মসংযম শিখিয়েছে। একে-অপরের প্রতি প্রতিহিংসা ভুলে, একে-অপরের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিই। সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।’’
সাদ উদ্দিন ভিডিও বার্তায় বলেন, ‘‘সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। সবাই আত্মীয়-স্বজন, ফ্যামিলি, বন্ধু-বান্ধব নিয়ে ঈদ উদযাপন করো। সুস্থা থাকো। ঈদ মোবারক।’’
জাতীয় দলের স্ট্রাইকার শেখ মোরসালিন বলেন, ‘‘দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি। এই পবিত্র দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনুক।’’
গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বলেন, ‘‘আসসালামু আ’লাইকুম। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে ঈদ মোবারক।’’
জাতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য লেফটব্যাক ইসা ফয়সাল বলেন, ‘‘ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’’
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঈদের ছুটিতে কেউ দেশের বাইরে, কেউ ঘুরছেন হলে হলে
ঈদের আগের দিন পর্যন্ত তারকাদের ব্যস্ততা থাকে এক রকম। ঈদের দিন থেকে চিত্রটা পাল্টে যায়। কেউ চলে যান দেশের বাইরে ঘুরে বেড়াতে। কেউ শিকড়ের টানে গ্রামে। কেউ ফাঁকা ঢাকায় মনের আনন্দে বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়ান। আবার যেসব তারকার সিনেমা মুক্তি পায়, তাঁদের ব্যস্ততার চিত্র একদমই উল্টো। দুপুরের পর থেকে কয়েকজন তারকা ও পরিচালক–প্রযোজক ঘুরে বেড়ান প্রেক্ষাগৃহ থেকে প্রেক্ষাগৃহে। সরাসরি কথা বলেন সাধারণ দর্শকের সঙ্গে। এবারের ঈদে কয়েকজন তারকার সঙ্গে কথা বলে তাঁদের ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত হালচাল জানার চেষ্টা করা হয়েছে।
ঈদের সময়টায় চলচ্চিত্র তারকাদের ব্যস্ততা সবচেয়ে বেশি চোখে পড়ে, বিশেষ করে যাঁদের সিনেমা মুক্তি পায়। চাঁদ রাত থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা শুরু করলেও ঈদের দিন বিকেল থেকে সরজেমিনে ঘুরে বেড়ান সংশ্লিষ্ট ছবির তারকা–প্রযোজক এবং পরিচালকেরা। ঈদের ছবি দেখার আগ্রহকে সাধারণ মানুষের কাছে আরও বাড়াতে ছবির প্রধান পাত্র–পাত্রীদের এক প্রেক্ষাগৃহ থেকে আরেক প্রেক্ষাগৃহে ছুটে যেতে দেখা যায়। গত সোমবার দুপুরের পর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এসেছিলেন দাগি ছবির অভিনয়শিল্পী আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং পরিচালক শিহাব শাহীন। পরদিন তাঁরা একই প্রেক্ষাগৃহে যান।
ঈদের দিন থেকে ‘বরবাদ’ ছবির প্রযোজক শাহরিন আক্তার, পরিচালক মেহেদী হাসানও গিয়েছেন স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার প্রেক্ষাগৃহে। দর্শক প্রতিক্রিয়া সরাসরি জানতে তাঁরা সেখানে যান এবং ছবিটি নিয়ে নিজেদের স্বপ্নের কথাও তুলে ধরেন।
‘জংলি’ ছবির নায়ক সিয়াম আহমেদ, নায়িকা শবনম বুবলী ও দীঘি এবং সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদকে ঢাকার প্রেক্ষাগৃহে ঘুরতে দেখা গেছে। সিয়াম এদিন লুঙ্গি পরে প্রেক্ষাগৃহে গেছেন। দর্শকের প্রতিক্রিয়া শুনেছেন। দীঘির জন্য এবারের ঈদটা ছিল বিশেষ; কারণ, নায়িকা হিসেবে তাঁর প্রথম ছবি মুক্তি পেয়েছে। নিজের হাতে ‘জংলি’ লেখা মেহেদির নকশা এঁকেছেন।