ধোনিদের হারিয়ে শাস্তি পেলেন ভারতের তরুণ ক্রিকেটার
Published: 31st, March 2025 GMT
চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথম জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। তবে দলের অধিনায়ক রিয়ান পরাগকে সেই জয়ের পর গুনতে হলো জরিমানা। স্লো ওভার রেটের কারণে তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
রোববার রাতে গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে দুই হারের পর রাজস্থান জয় পেলেও অধিনায়ক পরাগ পেলেন শাস্তি। চলতি আসরে এটি দ্বিতীয়বার, যখন কোনও অধিনায়ক স্লো ওভার রেটের জন্য শাস্তির মুখে পড়লেন। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়াও একই কারণে শাস্তি পেয়েছিলেন। তবে এবারের সংশোধিত নিয়ম অনুযায়ী অধিনায়কের নিষেধাজ্ঞা না থাকলেও জরিমানা এবং ফিল্ডিং সীমাবদ্ধতার শাস্তি কার্যকর হচ্ছে।
রাজস্থান রয়্যালসের এই ম্যাচে তিন ফাস্ট বোলার দিয়ে ১১ ওভার করানোয় নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে ব্যর্থ হয় দলটি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান করে রাজস্থান। পরে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে চেন্নাইকে ১৯ রান নিতে দেয়নি তারা, ফলে ৬ রানের জয় পায় রাজস্থান রয়্যালস।
উল্লেখ্য, রাজস্থানের নিয়মিত অধিনায়ক সাঞ্জু স্যামসন আঙুলের চোটের কারণে দলের নেতৃত্ব দিতে পারছেন না। তবে তিনি কেবল ব্যাটসম্যান হিসেবে খেলছেন। তার অনুপস্থিতিতে পরাগকে প্রথম তিন ম্যাচের জন্য অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঈদের ছুটিতে কেউ দেশের বাইরে, কেউ ঘুরছেন হলে হলে
ঈদের আগের দিন পর্যন্ত তারকাদের ব্যস্ততা থাকে এক রকম। ঈদের দিন থেকে চিত্রটা পাল্টে যায়। কেউ চলে যান দেশের বাইরে ঘুরে বেড়াতে। কেউ শিকড়ের টানে গ্রামে। কেউ ফাঁকা ঢাকায় মনের আনন্দে বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়ান। আবার যেসব তারকার সিনেমা মুক্তি পায়, তাঁদের ব্যস্ততার চিত্র একদমই উল্টো। দুপুরের পর থেকে কয়েকজন তারকা ও পরিচালক–প্রযোজক ঘুরে বেড়ান প্রেক্ষাগৃহ থেকে প্রেক্ষাগৃহে। সরাসরি কথা বলেন সাধারণ দর্শকের সঙ্গে। এবারের ঈদে কয়েকজন তারকার সঙ্গে কথা বলে তাঁদের ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত হালচাল জানার চেষ্টা করা হয়েছে।
ঈদের সময়টায় চলচ্চিত্র তারকাদের ব্যস্ততা সবচেয়ে বেশি চোখে পড়ে, বিশেষ করে যাঁদের সিনেমা মুক্তি পায়। চাঁদ রাত থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা শুরু করলেও ঈদের দিন বিকেল থেকে সরজেমিনে ঘুরে বেড়ান সংশ্লিষ্ট ছবির তারকা–প্রযোজক এবং পরিচালকেরা। ঈদের ছবি দেখার আগ্রহকে সাধারণ মানুষের কাছে আরও বাড়াতে ছবির প্রধান পাত্র–পাত্রীদের এক প্রেক্ষাগৃহ থেকে আরেক প্রেক্ষাগৃহে ছুটে যেতে দেখা যায়। গত সোমবার দুপুরের পর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এসেছিলেন দাগি ছবির অভিনয়শিল্পী আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং পরিচালক শিহাব শাহীন। পরদিন তাঁরা একই প্রেক্ষাগৃহে যান।
ঈদের দিন থেকে ‘বরবাদ’ ছবির প্রযোজক শাহরিন আক্তার, পরিচালক মেহেদী হাসানও গিয়েছেন স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার প্রেক্ষাগৃহে। দর্শক প্রতিক্রিয়া সরাসরি জানতে তাঁরা সেখানে যান এবং ছবিটি নিয়ে নিজেদের স্বপ্নের কথাও তুলে ধরেন।
‘জংলি’ ছবির নায়ক সিয়াম আহমেদ, নায়িকা শবনম বুবলী ও দীঘি এবং সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদকে ঢাকার প্রেক্ষাগৃহে ঘুরতে দেখা গেছে। সিয়াম এদিন লুঙ্গি পরে প্রেক্ষাগৃহে গেছেন। দর্শকের প্রতিক্রিয়া শুনেছেন। দীঘির জন্য এবারের ঈদটা ছিল বিশেষ; কারণ, নায়িকা হিসেবে তাঁর প্রথম ছবি মুক্তি পেয়েছে। নিজের হাতে ‘জংলি’ লেখা মেহেদির নকশা এঁকেছেন।