৫ বছর পর ‘বাউলা বাতাসে’ নিয়ে ফিরেছেন রেজা
Published: 31st, March 2025 GMT
পেশায় সাংবাদিক হলেও গানটা যেন মিশে আছে তাঁর রক্তে। তাই শত ব্যস্ততার মধ্যেও প্রাণের টানেই গানটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেজা করিম। তবে মাঝখানে কিছুদিন দূরে ছিলেন গান থেকে। ৫ বছর পর আবারও নিজের গান নিয়ে সংগীতজগতে আনুষ্ঠানিকভাবে ফিরেছেন রেজা। তাঁর নতুন মৌলিক গান ‘বাউলা বাতাসে’ এসেছে পবিত্র ঈদুল ফিতরে। গানটি ‘ওভারডোজ’ এবং রেজা করিমের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গতকাল রোববার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে গানটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রেম-বিরহের নিরন্তর অনুভূতিকে উপজীব্য করে রচিত হয়েছে গান ‘বাউলা বাতাসে’। গানটির কথা লেখার পাশাপাশি তাতে সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। গানটির সংগীতায়োজনে ছিলেন নাদিম ও জুয়েল মাহমুদ।
গানটি প্রসঙ্গে শিল্পী রেজা করিম বলেন, ‘বাউলা বাতাসের মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আমার নতুন কোনো গান প্রকাশ হতে যাচ্ছে, এটা অত্যন্ত আনন্দের। আমরা যারা গানটি তৈরির পেছনে ছিলাম, সবাই খুব আন্তরিকতা দিয়ে ভালো একটা কিছু করার চেষ্টা করেছি। গানটি শ্রোতারা উপভোগ করবেন, এমনটাই প্রত্যাশা করছি।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঈদের ছুটিতে কেউ দেশের বাইরে, কেউ ঘুরছেন হলে হলে
ঈদের আগের দিন পর্যন্ত তারকাদের ব্যস্ততা থাকে এক রকম। ঈদের দিন থেকে চিত্রটা পাল্টে যায়। কেউ চলে যান দেশের বাইরে ঘুরে বেড়াতে। কেউ শিকড়ের টানে গ্রামে। কেউ ফাঁকা ঢাকায় মনের আনন্দে বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়ান। আবার যেসব তারকার সিনেমা মুক্তি পায়, তাঁদের ব্যস্ততার চিত্র একদমই উল্টো। দুপুরের পর থেকে কয়েকজন তারকা ও পরিচালক–প্রযোজক ঘুরে বেড়ান প্রেক্ষাগৃহ থেকে প্রেক্ষাগৃহে। সরাসরি কথা বলেন সাধারণ দর্শকের সঙ্গে। এবারের ঈদে কয়েকজন তারকার সঙ্গে কথা বলে তাঁদের ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত হালচাল জানার চেষ্টা করা হয়েছে।
ঈদের সময়টায় চলচ্চিত্র তারকাদের ব্যস্ততা সবচেয়ে বেশি চোখে পড়ে, বিশেষ করে যাঁদের সিনেমা মুক্তি পায়। চাঁদ রাত থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা শুরু করলেও ঈদের দিন বিকেল থেকে সরজেমিনে ঘুরে বেড়ান সংশ্লিষ্ট ছবির তারকা–প্রযোজক এবং পরিচালকেরা। ঈদের ছবি দেখার আগ্রহকে সাধারণ মানুষের কাছে আরও বাড়াতে ছবির প্রধান পাত্র–পাত্রীদের এক প্রেক্ষাগৃহ থেকে আরেক প্রেক্ষাগৃহে ছুটে যেতে দেখা যায়। গত সোমবার দুপুরের পর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এসেছিলেন দাগি ছবির অভিনয়শিল্পী আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং পরিচালক শিহাব শাহীন। পরদিন তাঁরা একই প্রেক্ষাগৃহে যান।
ঈদের দিন থেকে ‘বরবাদ’ ছবির প্রযোজক শাহরিন আক্তার, পরিচালক মেহেদী হাসানও গিয়েছেন স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার প্রেক্ষাগৃহে। দর্শক প্রতিক্রিয়া সরাসরি জানতে তাঁরা সেখানে যান এবং ছবিটি নিয়ে নিজেদের স্বপ্নের কথাও তুলে ধরেন।
‘জংলি’ ছবির নায়ক সিয়াম আহমেদ, নায়িকা শবনম বুবলী ও দীঘি এবং সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদকে ঢাকার প্রেক্ষাগৃহে ঘুরতে দেখা গেছে। সিয়াম এদিন লুঙ্গি পরে প্রেক্ষাগৃহে গেছেন। দর্শকের প্রতিক্রিয়া শুনেছেন। দীঘির জন্য এবারের ঈদটা ছিল বিশেষ; কারণ, নায়িকা হিসেবে তাঁর প্রথম ছবি মুক্তি পেয়েছে। নিজের হাতে ‘জংলি’ লেখা মেহেদির নকশা এঁকেছেন।