ক্রিস্টিয়ানো রোনালদোর ঈদের শুভেচ্ছা
Published: 31st, March 2025 GMT
বিশ্বখ্যাত ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাকে একটি ছবি শেয়ার করে তিনি ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দেন।
ছবিতে দেখা যায়, রোনালদোর হাতে আরবের ঐতিহ্যবাহী তলোয়ার এবং কাঁধে সৌদি পতাকার মতো একটি কাপড়।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘‘সবাইকে ঈদের শুভেচ্ছা! আপনাদের জীবন আনন্দ, শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক। প্রিয়জনদের সঙ্গে কাটুক এক আনন্দময় ঈদ। ঈদ মোবারক!’’
আরো পড়ুন:
রুদ্ধশ্বাস লড়াই জিতে সেমিফাইনালে পর্তুগাল
‘আমাদের হাতে এখনও দ্বিতীয় লেগ আছে’
উল্লেখ্য, ক্রিস্টিয়ানো রোনালদো গত দুই বছরের বেশি সময় ধরে সৌদি আরবে অবস্থান করছেন এবং দেশটির ক্লাব আল নাসরের হয়ে খেলছেন।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৪৯তম বিসিএস থেকে নতুন সিলেবাস
বিসিএস পরীক্ষার সিলেবাস যুগোপযোগী করার কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী নভেম্বরে আসতে পারে ৪৯তম বিসিএস। এই বিসিএস থেকে নতুন সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম ও অন্য সদস্যরা।
চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ৪৯তম বিসিএস থেকে যুগোপযোগী সিলেবাস হবে। নতুন সিলেবাস এমন হবে, যেন প্রার্থীরা বিশ্বের যেকোনো দেশে নিজেকে যোগ্য করে তুলতে পারেন। পিএসসি আরও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হবে।
পিএসসির সদস্য মো. নাজমুল আমীন মজুমদার বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ যেমন ভারত, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের চাকরির পরীক্ষার সিলেবাসগুলো নিয়ে গবেষণা করছি। সেগুলোর সঙ্গে মিলিয়ে নতুন সিলেবাস করা হচ্ছে। নতুন সিলেবাসে মুখস্থ করার বিষয় কম থাকবে। শুধু সিভিল সার্ভিস নয়, প্রার্থীরা যেন গ্লোবাল ক্যান্ডিডেট হতে পারেন, সব ধরনের কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন, সেভাবে সিলেবাস করা হচ্ছে।
পিএসসির আরেকটি সূত্র জানিয়েছে, ৪৯তম বিসিএসে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা থাকবে। তবে সিলেবাসের বিষয়গুলোতে পরিবর্তন আসবে।