ছোটবেলায় বায়তুল মোকাররমে গিয়ে হাজিয়ে গিয়েছিলাম: সিয়াম
Published: 31st, March 2025 GMT
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে ঈদে তাঁরা কী করেন, কোথায় যান কিংবা ছোটবেলা তাদের ঈদ কেমন ছিল- প্রায়ই এসব প্রশ্ন করেন ভক্তরা। এবার চিত্রনায়ক সিয়াম আহমেদ জানালেন, ছোটবেলার বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজ আদায় করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন তিনি।
সমকাল ঈদ আড্ডায় উপস্থিত হয়ে সিয়াম বলেন, ‘আমি তখন চতুর্থ শ্রেণিতে পড়ি। ছোটবেলায় বাবার সঙ্গে বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজ পড়তাম। সেখানে তো অনেক মুসল্লি। নামাজের পর কোলাকোলি শেষে দেখি আব্বু পাশে নেই। অনেকক্ষণ বাবাকে খুঁজেছি। পরে দেখি মসজিদ খালি হওয়ার পথে। বাবাকে খুঁজে না পেয়ে একটি রিকশায় করে বাড়ি ফিরি। কিন্তু বাড়ি ফিরে দেখি বাবা তখনো বাসায় আসেনি। তখন তো ফোন ছিল না। এটা আব্বুর বাবার জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। কারণ তিনি আশপাশের পুরো এলাকা আমাকে খুঁজেছেন।’
ঈদের সালামি বিয়ে সিয়াম বলেন, ‘আমি জীবনে একজনের কাছ থেকেই সবচেয়ে বেশি সালামি পেয়েছি, তিনি বলেন আমার বাবা। তার কাছ থেকেই আজীবন সালামি নিতে চাই। এখন সালামি নেওয়ার থেকে দেওয়ার পাল্টাটা ভারি। এখন বড় হয়েছি, তাই সবাইকে এখন সালামি দিতে হয়।’
এবার ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদের সিনেমা জংলি। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দিঘী। আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু। সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স য় ম আহম দ
এছাড়াও পড়ুন:
হাওরে মাছ ধরা নিয়ে ঝগড়া, চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিড়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোকারিম মিয়া (২০) একই এলাকার ফারুক মিয়ার ছেলে। ঘটনার পর তাঁর চাচা বাবুল মিয়া পলাতক।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে বাড়ির উঠানে বাবুল মিয়া ও তাঁর ভাতিজা মোকারিমের মধ্যে হাওরে মাছ ধরা নিয়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ধারালো ছুরি নিয়ে মোকারিমকে আঘাত করেন বাবুল মিয়া। এ সময় গুরুতর আহত হন মোকারিম। আহত অবস্থায় মোকারিমকে স্বজনেরা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল গতকাল দিবাগত রাত ১২টার দিকে ঘটনাস্থলে যান। ওসি বলেন, মাছ ধরা নিয়ে চাচা-ভাতিজার মাঝে ঝগড়ার সময়ে ছুরিকাঘাতে মোকারিম মারা গেছেন। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।