নাট্যনির্মাতা সাইফ আহম্মেদের রচনা ও পরিচালনায় গ্রামীণ পটভূমির একটি একক নাটকে নামভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। নাটকের নাম ‘বেকার বারেক’। গাজীপুরের পুবাইলে চিত্রায়িত নাটকটিতে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, সালহা খানম নাদিয়া, শহীদুল্লাহ সবুজ, সাইফ আহম্মেদ প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, বেকার যুবক বারেক হাঠাৎ শহর থেকে মোবাইল মেরামত শিখে এসে গ্রামে খুলে ফেলে মোবাইল হাসপাতাল।

মোবাইলের সব সমস্যাই এ হাসপাতাল থেকে সমাধান হয়। কিন্তু রহস্য থেকে যায়, এসব কাজের সবকিছুই সে করে গোপন কক্ষে বসে। যার নাম সে দিয়েছে অপারেশন রুম। বারেকের বেকার অপবাদ ঘুচে যায়। বারেকের প্রেমিকা লতার বাবাও বারেককে পছন্দ করতে শুরু করেন। গ্রামের সবাই বারেককে নিয়ে আনন্দিত। খটকা তৈরি হয়, বারেক মোবাইল মেরামত করতে পারলেও মোবাইলের সমস্যা নিয়ে সবার সামনে যে ধরনের মতামত দেয়, তা তার দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

‘বেকার বারেক’ নাটকে মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম শ ররফ

এছাড়াও পড়ুন:

গোপনকক্ষে মোবাইল মেরামত করে ‘বেকার বারেক’ মোশাররফ করিম

নাট্যনির্মাতা সাইফ আহম্মেদের রচনা ও পরিচালনায় গ্রামীণ পটভূমির একটি একক নাটকে নামভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। নাটকের নাম ‘বেকার বারেক’। গাজীপুরের পুবাইলে চিত্রায়িত নাটকটিতে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, সালহা খানম নাদিয়া, শহীদুল্লাহ সবুজ, সাইফ আহম্মেদ প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, বেকার যুবক বারেক হাঠাৎ শহর থেকে মোবাইল মেরামত শিখে এসে গ্রামে খুলে ফেলে মোবাইল হাসপাতাল।

মোবাইলের সব সমস্যাই এ হাসপাতাল থেকে সমাধান হয়। কিন্তু রহস্য থেকে যায়, এসব কাজের সবকিছুই সে করে গোপন কক্ষে বসে। যার নাম সে দিয়েছে অপারেশন রুম। বারেকের বেকার অপবাদ ঘুচে যায়। বারেকের প্রেমিকা লতার বাবাও বারেককে পছন্দ করতে শুরু করেন। গ্রামের সবাই বারেককে নিয়ে আনন্দিত। খটকা তৈরি হয়, বারেক মোবাইল মেরামত করতে পারলেও মোবাইলের সমস্যা নিয়ে সবার সামনে যে ধরনের মতামত দেয়, তা তার দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

‘বেকার বারেক’ নাটকে মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া

সম্পর্কিত নিবন্ধ