পরবর্তী কোচ খুঁজছে ব্রাজিল। এখনো কেউ নিশ্চিত হননি, তবে আলোচনায় এগিয়ে জর্জ জেসুস। আল হিলালের এই পর্তুগিজ কোচ নাকি সবুজ সংকেতও দিয়েছেন। ব্রাজিল জাতীয় দলের অংশ হতে চান তিনি। তবে জেসুস নিজেই জানিয়েছেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে এখনো তাঁর সঙ্গে এ বিষয়ে কেউ কথা বলেননি।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ইউওএল’–এর সাংবাদিক মাউরো সিজার পাহেইরা জানিয়েছেন এ খবর। তবে একটি খটকা থেকেই যায়। নেইমারের সঙ্গে সম্পর্কটা ভালো নয় জেসুসের। ব্রাজিল তারকা সৌদি ক্লাবটিতে চোটাক্রান্ত অবস্থায় থাকতে গত জানুয়ারিতে জেসুস বলেছিলেন, সৌদি লিগ যে মানের খেলায় অভ্যস্ত, নেইমার এখন আর সে পর্যায়ে নেই। তারপর অবশ্য জল গড়িয়েছে অনেক দূর।

নেইমার আল হিলাল ছেড়ে যোগ দিলেন সান্তোসে এবং আবারও চোটে পড়েছেন। মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের দুটি ম্যাচেও খেলতে পারলেন না। দুটি ম্যাচের মধ্যে আর্জেন্টিনার কাছে শেষ ম্যাচে ৪–১ গোলে বিধ্বস্ত হওয়ার পর ব্রাজিল কোচের পদ থেকে ছাঁটাই হন দরিভাল জুনিয়র। পরবর্তী কোচের আলোচনায় কার্লো আনচেলত্তির নাম সবার ওপরে থাকলেও রিয়াল মাদ্রিদের এ কোচ ব্রাজিল নিয়ে সেভাবে আগ্রহ দেখাননি এবং তিনি স্প্যানিশ ক্লাবটিতে চুক্তির মেয়াদ শেষ করতে চান বলে খবর। সিবিএফের ‘প্ল্যান বি’ হিসেবে তারপরই আলোচনায় উঠে এসেছে জেসুসের নাম।

চোটের কারণে আপাতত মাঠের বাইরে নেইমার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ব্যবসায়িক আমন্ত্রণ করে অপহরণ, সেই ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কান নাগরিক হলেন- মালাভি পাথিরানা, পাথিরানা ও থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল।

আটককৃতরা হলেন- আমবাড়ি গ্রামের সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন (৫২), সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪), চর কুলিয়া এলাকার এস এম শামসুল আলম (৪৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ(৩৮)।

আরো পড়ুন:

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যানের চালক ও যাত্রী নিহত

অপহরণের অভিযোগে আটক ৪ জন

পুলিশ জানায়, শহিদুল শেখের ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল বাংলাদেশে আসেন তিন শ্রীলঙ্কান নাগরিক। পরবর্তীতে শ্রীলঙ্কায় তাদের পরিবারের সদস্যদের কাছে বাংলাদেশের একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। পরে স্বজনেরা শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই-কমিশনে অভিযোগ দায়ের করেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ‘‘হাই-কমিশনে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে। সেই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/শহিদুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • হৃদয়ের নিষেধাজ্ঞা বহালেও ফিরছেন না আম্পায়ার সৈকত
  • ব্যবসায়িক আমন্ত্রণ করে অপহরণ, সেই ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার
  • বাঘ প্রতীকে ফের ভোট করতে চায় পিডিপি
  • আন্দোলন চালিয়ে যাবেন পলিটেকনিক শিক্ষার্থীরা
  • আন্দোলন স্থগিতের ঘোষণা প্রত্যাহার পলিটেকনিক শিক্ষার্থীদের
  • বরিশালে মেয়র হতে চান জাপা প্রার্থীও, করলেন মামলা
  • আন্দোলনে ফিরছেন কারিগরি শিক্ষার্থীরা, ঢাকায় আসছেন প্রতিনিধিরা
  • ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
  • গুম হত্যার চেয়েও ভয়াবহ অপরাধ, বিচার সর্বোচ্চ অগ্রাধিকার: আইন উপদেষ্টা
  • তালিকায় ১ হাজার ৪১৫ নদী, এবার কি বাঁচবে