পরবর্তী কোচ খুঁজছে ব্রাজিল। এখনো কেউ নিশ্চিত হননি, তবে আলোচনায় এগিয়ে জর্জ জেসুস। আল হিলালের এই পর্তুগিজ কোচ নাকি সবুজ সংকেতও দিয়েছেন। ব্রাজিল জাতীয় দলের অংশ হতে চান তিনি। তবে জেসুস নিজেই জানিয়েছেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে এখনো তাঁর সঙ্গে এ বিষয়ে কেউ কথা বলেননি।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ইউওএল’–এর সাংবাদিক মাউরো সিজার পাহেইরা জানিয়েছেন এ খবর। তবে একটি খটকা থেকেই যায়। নেইমারের সঙ্গে সম্পর্কটা ভালো নয় জেসুসের। ব্রাজিল তারকা সৌদি ক্লাবটিতে চোটাক্রান্ত অবস্থায় থাকতে গত জানুয়ারিতে জেসুস বলেছিলেন, সৌদি লিগ যে মানের খেলায় অভ্যস্ত, নেইমার এখন আর সে পর্যায়ে নেই। তারপর অবশ্য জল গড়িয়েছে অনেক দূর।

নেইমার আল হিলাল ছেড়ে যোগ দিলেন সান্তোসে এবং আবারও চোটে পড়েছেন। মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের দুটি ম্যাচেও খেলতে পারলেন না। দুটি ম্যাচের মধ্যে আর্জেন্টিনার কাছে শেষ ম্যাচে ৪–১ গোলে বিধ্বস্ত হওয়ার পর ব্রাজিল কোচের পদ থেকে ছাঁটাই হন দরিভাল জুনিয়র। পরবর্তী কোচের আলোচনায় কার্লো আনচেলত্তির নাম সবার ওপরে থাকলেও রিয়াল মাদ্রিদের এ কোচ ব্রাজিল নিয়ে সেভাবে আগ্রহ দেখাননি এবং তিনি স্প্যানিশ ক্লাবটিতে চুক্তির মেয়াদ শেষ করতে চান বলে খবর। সিবিএফের ‘প্ল্যান বি’ হিসেবে তারপরই আলোচনায় উঠে এসেছে জেসুসের নাম।

চোটের কারণে আপাতত মাঠের বাইরে নেইমার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শুধু খেলতেই নয়, আরেকটি বিশ্বকাপ জিততেও চান কোহলি

কত আলোচনাই হয়েছে বিষয়টি নিয়ে। চ্যাম্পিয়নস ট্রফির আগে সংবাদমাধ্যমে কত ধরনের খবরই না বেরিয়েছে। এটাই কি ওয়ানডেতে রোহিত শর্মা আর বিরাট কোহলির শেষ অভিযান কি না, এমন প্রশ্ন ঘুরেছে ক্রিকেট–বিশ্বে। ভারত যখন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল জিতল, কতজনই অপেক্ষায় ছিলেন, রোহিত ও কোহলি কখন অবসরের ঘোষণা দেন! ঘোষণা আসছে না বলে রোহিতকে তো ফাইনালের পর হওয়া সংবাদ সম্মেলনে প্রশ্নই করা হলো, ওয়ানডে ক্যারিয়ারের যতি টানবেন কবে। রোহিত সময়ের হাতেই তুলে রেখেছেন তার উত্তর। কোহলি এত দিন কিছু বলেননি, তবে এবার ইঙ্গিত দিলেন আরেকটি বিশ্বকাপ খেলতে চান।

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কোহলি। সেখানে অনুষ্ঠানের উপস্থাপক তাঁর কাছে জানতে চান ক্যারিয়ারের পরবর্তী লক্ষ্যের কথা। কোহলির উত্তর, ‘জানি না পরবর্তী বড় পদক্ষেপ কী! তবে পরের বিশ্বকাপ জেতার চেষ্টা করব।’ টি-টোয়েন্টি থেকে যেহেতু আগেই অবসর নিয়ে ফেলেছেন, তাই কোহলি যে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথাই বলেছেন, সেটা না বললেও চলে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়।

সম্প্রতি ভারতের হয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন কোহলি

সম্পর্কিত নিবন্ধ

  • মিয়ানমারে গেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল
  • আরও একটি বিশ্বকাপে খেলার বিষয়ে যা বললেন কোহলি
  • উদ্ধারকাজে সহায়তায় মিয়ানমারে গেল ফায়ার সার্ভিসের ১০ সদস্যের দল
  • শুধু খেলতেই নয়, আরেকটি বিশ্বকাপ জিততেও চান কোহলি
  • আইপিএলে বাউন্ডারি বড় করার পরামর্শ গাভাস্কারের
  • ইসরায়েলের নতুন নিরাপত্তাপ্রধান হিসেবে সাবেক নৌ কমান্ডারকে বেছে নিলেন নেতানিয়াহু
  • দেশজুড়ে ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাস যা বলছে
  • মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে এল
  • তাহলে কে হচ্ছেন ব্রাজিলের কোচ