এমন ঈদ আগে আসেনি কুমার বিশ্বজিতের, একমাত্র সন্তান মাসের পর মাস রিহ্যাবে
Published: 31st, March 2025 GMT
এমন ঈদ কখনোই আসেনি কুমার বিশ্বজিতের জীবনে। ঈদ উৎসবের সময়টা বেশ ব্যস্ততায় কাটত। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা তাঁর জীবনের সব হিসাব–নিকাশ পাল্টে দিয়েছে। তাঁর একমাত্র সন্তান কুমার নিবিড় কানাডায় মারাত্মক দুর্ঘটনায় আহত হন। সেই থেকে এতটা সময় ধরে কানাডার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গেল এক বছর কানাডার মিসিসাগার একটি রিহ্যাব সেন্টারে আছেন নিবিড়।
২০২৪ সালের শুরুর দিকে ছেলের সর্বশেষ অবস্থা নিয়ে কথা হয়েছিল কুমার বিশ্বজিতের সঙ্গে। তখন তিনি জানিয়েছিলেন যে দ্রুতই নিবিড়কে রিহ্যাব সেন্টারে নেওয়া হবে। সেখানেই তাঁর জীবনের পরবর্তী সব চিকিৎসাসেবা শুরু হবে। গতকাল শনিবার বাংলাদেশ সময় রাতে কথা হয় কুমার বিশ্বজিতের সঙ্গে। তিনি জানান, এক বছর ধরে নিবিড় রিহ্যাব সেন্টারে আছেন।
কুমার বিশ্বজিৎ ও ছেলে নিবিড়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘মিস্টার বিন’ এবার কী করলেন
সেই যে পর্দায় ‘মিস্টার বিন’ হয়েছিলেন রোয়ান অ্যাটকিনসন। এরপর থেকে এই ব্রিটিশ তারকার আসল নাম ভুলেই গেছেন অনেকে। তিনি যা–ই করুন না কেন, নামের আগে জুড়ে যায় ‘মিস্টার বিন’। ৭০ বছর বয়সী এই অভিনেতা এবার ফিরলেন নতুন সিরিজ নিয়ে।
এবার কী করলেন রোয়ান
রোয়ান অ্যাটকিনসনকে এবার দেখা গেল নতুন কমেডি সিরিজ ‘ম্যান ভার্সেস বেবি’তে। সিরিজটি গত বৃহস্পতিবার রাতে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।
এটি আসলে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘ম্যান ভার্সেস বি’র পরবর্তী সিরিজ। এখানে তাঁকে আগের সিরিজের মতোই দেখা গেছে ট্রেভর বিংলি চরিত্রে।
আগের সিরিজে নানা ঝঞ্ঝাটে বিংলি। এবার সে তুলনামূলক শান্ত। কাজ করে একটি স্কুলের কেয়ারটেকার হিসেবে। কিন্তু বড়দিনের সময় এক লোভনীয় পেন্টহাউসের কাজ তাকে আবার টেনে আনে আগের ঝামেলায়। স্কুলের অনুষ্ঠানের শেষে যখন কেউ ‘বেবি জিসাস’কে নিতে আসে না, তখনই ছুটির দিনগুলোতে ট্রেভরের সঙ্গী হয়ে ওঠে এক অপ্রত্যাশিত অতিথি।
‘ম্যান ভার্সেস বেবি’র দৃশ্য। আইএমডিবি