গাজীপুরে একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ফুফু ও ভাতিজির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। আজ সোমবার সকাল ১০টায় গাজীপুরের শিববাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন শিউলি বেগম (৫১) ও তাবাসসুম (৫)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে তাঁরা আত্মীয়বাড়িতে যাচ্ছিলেন। যাওয়ার পথে অটোরিকশাটি গাজীপুর শহরের শিববাড়ী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা শিউলি বেগম ও তাঁর ভাতিজি তাবাসসুমের মৃত্যু হয়ে। এ ছাড়া অটোরিকশার চালকসহ আরও দুজন আহত হন। বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই বাসটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর সদর থানার উপপরিদর্শক মো.

আশরাফুল ইসলাম নিহত ব্যক্তিদের স্বজনদের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, নরসিংদীতে তাঁদের এক আত্মীয় মারা গেছেন। তাঁকে শেষ বারের মতো দেখার জন্য চান্দনা চৌরাস্তা থেকে অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাসটিকে আটক করা হয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৪৪তম বিসিএসের ২৩২ প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত

৪৪তম বিসিএসের ২৩২ প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৪৫ জন এবং সাধারণ ক্যাডারের পদসমূহের ১৮৭ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর ই-মেইলে আবেদনের পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো।’

আরও পড়ুনসপ্তাহে ১ দিন কাজ ছয় দিন ছুটি—বিশ্বের কোন দেশে আছে এমন চাকরি১০ ঘণ্টা আগে

স্থগিতকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে bpsc.teletalk.com.bd প্রকাশ করা হবে বলেও জানিয়েছে পিএসসি।

আগামী ৮ মে ঢাকাসহ দেশের ৮ বিভাগীয় শহরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার অনেক প্রার্থী ৪৪তম বিসিএসের ভাইভা দিচ্ছেন। ফলে তাঁরা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন পরীক্ষার্থীরা। এ দাবি নিয়ে তাঁরা টানা আন্দোলনও করেন। এর পরিপ্রেক্ষিতে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক কোনো পরীক্ষার্থীর ৪৪তম বিসিএসের ভাইভা পড়ে, তাহলে তাঁর মৌখিক পরীক্ষা স্থগিত রাখার কথা আগেই জানিয়েছিল পিএসসি।

আরও পড়ুন৬০০ বৃত্তির সুযোগ গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে, জেনে নিন বিস্তারিত২১ এপ্রিল ২০২৫আরও পড়ুন৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের খবর, বিজ্ঞপ্তিতে নিজেদের বক্তব্য জানাল পিএসসি৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ