ঈদ উপলক্ষে রোববার মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ছবি ‘সিকান্দার’। এ আর মুরুগাদস পরিচালিত ছবির জোর প্রচারণা করেছেন এই বলিউড তারকা। সেটে দেরি করে আসা, কাজকে হাল্কাভাবে নেওয়া, রগচটা এসব নানান দুর্নাম সালমানের নামে শোনা যায়। এসব দুর্নাম নিয়ে এবার মুখ খুলেছেন তিনি।

সম্প্রতি সিকান্দার ছবির প্রচারণার সময় সালমান বলেছেন, ‘আমি সেটে দেরিতে পৌঁছাই, আমি কাজকে হাল্কাভাবে নিই—আমার নামে এ রকম অনেক কাহিনি শোনা যায়। আমি যদি সময়ের ব্যাপারে শৃঙ্খল না হতাম বা সময়কে ঘিরে উদাসীন থাকতাম, তাহলে আমি ১০০টির বেশি ছবি কী করে করতাম?’

‘সিকান্দার’–এ সালমান খান। ছবি : এক্স থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফ্রান্সজুড়ে ডানপন্থীদের বিক্ষোভের ডাক

ফ্রান্সের ডানপন্থী পার্টি ন্যাশনাল র‍্যালি (আরএন) নেতা জর্ডান বারডেলা দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন। দলটির প্রধান মারিন লো পেনের বিরুদ্ধে আদালতের আদেশের বিরুদ্ধে এ সপ্তাহে বড় বিক্ষোভ করার ডাক দেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগে মারিন লো পেনকে সাজা দিয়েছেন ফ্রান্সের একটি আদালত।

আদালত লোর ওপর সরকারি দায়িত্ব পালনে পাঁচ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি তাঁকে চার বছরের কারাদণ্ড এবং এক লাখ ইউরো জরিমানা করেছেন। গত সোমবার প্যারিসের একটি আদালত এ রায় দেন। এর ফলে তিনি ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না। তবে আদালতে আপিল করে জিতে গেলে তাঁর জন্য নির্বাচনে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে।

মাইকেল বি জর্ডান

সম্পর্কিত নিবন্ধ