দীপ্ত টিভিতে ‘বউ আমার মেম্বার’, নাগরিক ও আরটিভি কী দেখাবে
Published: 31st, March 2025 GMT
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ ঈদের দিন নাগরিক টিভি, আরটিভি এবং দীপ্ত টিভিতে কী কী আয়োজন থাকছে তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
নাগরিক টেলিভিশন
সকাল ৬টায় সংগীতানুষ্ঠান ‘গানের মেলা’, শিল্পী: বাপ্পা মজুমদার। সকাল ৮টায় নাটক লাভ অ্যান্ড ওয়ার। রাত ৮টায় নাটক চোর পুলিশ। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ৯টা ৩০ মিনিটে লাইভ সংগীতানুষ্ঠান ‘বাংলা বাউল’, শিল্পী: শফি মণ্ডল ও বন্যা তালুকদার।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’, শিল্পী: হায়দার হোসেন। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় একক নাটক নীল রঙের সাইকেল। অভিনয়ে নিলয়, হিমি। রাত ৮টায় একক নাটক চৌধুরী বাড়ির মেয়ে। অভিনয়ে শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক এক্সকিউজ মি প্লিজ। অভিনয়ে শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক খাল কেটে কুমির। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক সুন্দরী ভাতা। অভিনয়ে মোশাররফ করিম, হিমি।
দীপ্ত টিভি
দুপুর ১২টা ১০ মিনিটে ‘আমাদের ছবি আমাদের গান’ (পর্ব-১)। বিকেল ৫টা ৫০ মিনিটে তুর্কি ধারাবাহিক গুড ডক্টর। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘বউ আমার মেম্বার’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ৮টায় একক নাটক মাকড়সা। অভিনয়ে সাবিলা নূর, শ্যামল মাওলা। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক কথা হবে হিসাব করে। রাত ১০টায় রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট-ঈদ স্পেশাল বাই রাফসান’। রাত ১১টা ১০ মিনিটে একক নাটক শহরের যত রং। অভিনয়ে খায়রুল বাসার, তটিনী।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মিয়ানমারে ভূমিকম্পে আহতদের জন্য রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা হিসেবে দেশটিতে এক টন হাইজিন কিট পাঠিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।
মঙ্গলবার সকালে সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম (অব.) কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটিতে সহকারী বিমান বাহিনী প্রধান এভিএম জাভেদ তানভীরের কাছে আনুষ্ঠানিকভাবে ২০০ প্যাকেট হাইজিন কিট হস্তান্তর করেন।
অন্যান্য ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৮ টন শুকনো খাবার, ২.৫ টন পানি, ৪ টন ওষুধ, ১ টন হাইজিন পণ্য এবং ১.৫ টন ত্রাণ তাঁবু।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানের মাধ্যমে জরুরি ওষুধ এবং ত্রাণ সামগ্রীর দ্বিতীয় চালানে এ সহায়তা পাঠানো হয়েছে।
এছাড়াও ৩৭ জন সদস্যসহ মোট ৫৫ জন উদ্ধারকারী এবং চিকিৎসককে মিয়ানমারের জন্য জরুরি উদ্ধার কাজ ও সহায়তায় পাঠানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।
ত্রাণ সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব সুলতান আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক অভিযান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ দৌলা, কর্নেল শফিক (সামরিক অভিযান) এবং বিডিআরসিএস এর ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমানসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত রোববার (৩০ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে মিয়ানমারে জরুরি ত্রাণ সামগ্রীর প্রথম চালান পাঠানো হয়েছিল। যার মধ্যে ছিল ওষুধ, তাঁবু, শুকনো খাবার এবং চিকিৎসক দল।