Samakal:
2025-04-01@20:04:47 GMT

ফরিদপুরে ঈদের জামাত অনুষ্ঠিত

Published: 31st, March 2025 GMT

ফরিদপুরে ঈদের জামাত অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। 

সোমবার সকালে ফরিদপুর শহরসহ জেলা জুড়ে বিভিন্ন স্থানে ঈদের জামাত  অনুষ্ঠিত হয়। 

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, পৌর প্রশাসক চৌধুরী রওশন ইসলামসহ সরকারি কর্মকর্তারা ফরিদপুর শহরের চাঁদমারিতে ঈদগা ময়দানে ঈদের নামাজ পড়েন। 

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) এ.

কে. আজাদসহ বিশিষ্ট জনরা শহরতলীর বদরপুরে তাবলীগি মারকাজ মসজিদের ময়দানে ঈদের নামাজ আদায় করেন। সেখানে তিনি সমবেত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 

এছাড়াও জেলা শহরের পুলিশ লাইন্স মাঠ, চকবাজার জামে মসজিদ, বাইতুল মোকাদ্দেম জামে মসজিদ, পানি উন্নয়ন বোর্ড মসজিদ চত্বর, জেলা কারাগার চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

উৎস: Samakal

কীওয়ার্ড: এ ক আজ দ মসজ দ

এছাড়াও পড়ুন:

মিয়ানমারে ভূমিকম্পে আহতদের জন্য রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা হিসেবে দেশটিতে এক টন হাইজিন কিট পাঠিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।

মঙ্গলবার সকালে সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম (অব.) কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটিতে সহকারী বিমান বাহিনী প্রধান এভিএম জাভেদ তানভীরের কাছে আনুষ্ঠানিকভাবে ২০০ প্যাকেট হাইজিন কিট হস্তান্তর করেন।

অন্যান্য ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৮ টন শুকনো খাবার, ২.৫ টন পানি, ৪ টন ওষুধ, ১ টন হাইজিন পণ্য এবং ১.৫ টন ত্রাণ তাঁবু।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানের মাধ্যমে জরুরি ওষুধ এবং ত্রাণ সামগ্রীর দ্বিতীয় চালানে এ সহায়তা পাঠানো হয়েছে। 

এছাড়াও ৩৭ জন সদস্যসহ মোট ৫৫ জন উদ্ধারকারী এবং চিকিৎসককে মিয়ানমারের জন্য জরুরি উদ্ধার কাজ ও সহায়তায় পাঠানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

ত্রাণ সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব সুলতান আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক অভিযান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ দৌলা, কর্নেল শফিক (সামরিক অভিযান) এবং বিডিআরসিএস এর ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমানসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত রোববার (৩০ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে মিয়ানমারে জরুরি ত্রাণ সামগ্রীর প্রথম চালান পাঠানো হয়েছিল। যার মধ্যে ছিল ওষুধ, তাঁবু, শুকনো খাবার এবং চিকিৎসক দল।

সম্পর্কিত নিবন্ধ