শ্বাসনালিতে আতশবাজির আগুন, মুহূর্তে প্রাণ গেল শিশুর
Published: 31st, March 2025 GMT
পটুয়াখালীতে শ্বাসনালিতে আতশবাজি ঢুকে মোহাম্মদ রাফি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় আতশবাজি ফোটাতে গিয়ে আহত হয়েছেন আরো দুজন।
শনিবার রাত সাড়ে আটটার দিকে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাফি পৌর নিউ মার্কেটের মাছ ব্যবসায়ী মানির হাওলাদারের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।
এ ছাড়াও রাত সাড়ে নয়টার দিকে আতশবাজি ফোটাতে গিয়ে মো.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের বাধা সত্ত্বেও রাফি গতকাল রাতে বন্ধুর সঙ্গে স্থানীয় বাজারে আতশবাজি ফোটাতে যায়। এ সময় আতশবাজির একটি অংশ রাফির শ্বাসনালিতে ঢুকে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।
রাফির মামা মো. বশার মিয়া জানান, মাগরিবের নামাজের পরে রাফিকে আতশবাজি ফোটাতে নিষেধ করে তিনি বাজারে চলে যান। রাত ৮টার দিকে খবর পান আতশবাজি ফোটাতে গিয়ে রাফি মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
রাফির বাবা মো. মনির হোসেন বলেন, ‘‘আমার ছেলে ঈদের আনন্দ করছিল, কে জানত এই আনন্দই তার জীবনের শেষ মুহূর্ত হবে!’’
পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘এ ধরনের দুর্ঘটনা খুবই দুঃখজনক। অভিভাবকদের আরও সচেতন হতে হবে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
ইমরান//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আইপিএলে আজ চিয়ারলিডার ‘নিষিদ্ধ’, আতশবাজিও বন্ধ
আইপিএলে আজ শুধু খেলাই হবে। কেউ হয়তো ভ্রু কুঁচকে জিজ্ঞেস করতে পারেন, খেলাই তো হওয়ার কথা। আর কী হওয়ার ছিল?
আইপিএলে দুটি দল ব্যাট-বলে লড়াই করে। মাঠে আসা দর্শকদের আসল বিনোদন খেলোয়াড়েরাই দেন। তবে সেই বিনোদনের মাত্রা বাড়িয়ে তুলতে গ্যালারির সামনে থাকেন চিয়ারলিডার, ইনিংস বিরতিতে ও ম্যাচ শেষে ফোটানো হয় আতশবাজি। তবে প্রতিদিনের মতো আজ আইপিএলে চিয়ারলিডার থাকছে না। ফোটানো হবে না আতশবাজিও। বরং পুরো ম্যাচের শুরু, শেষ মিলিয়ে থাকবে শোকের আবহ।
আজ আইপিএলে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ানস। এই ম্যাচে চিয়ারলিডার ও আতশবাজি না থাকার বিষয়ে জানিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র হিন্দুস্থান টাইমসকে বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে, আজকের ম্যাচে চিয়ারলিডার বা আতশবাজি থাকবে না। খেলোয়াড় ও আম্পায়াররা কালো বাহুবন্ধনী পরবেন। খেলা শুরুর আগে এক মিনিট নীরবতাও পালন করা হবে।’ একই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও বার্তা সংস্থা পিটিআই।
চিয়ারলিডার থাকছে না আজকের হায়দরাবাদ–মুম্বাই ম্যাচে।