পরিচালকের ফেসবুক থেকে

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘চাঁদ মামা, চাঁদ মামা’ গাইতে গাইতে বাড়ি ফেরা, মধুবনে কি রেকর্ড হবে

শাকিব খান অভিনীত, ‘প্রিয়তমা’,‘রাজকুমার’ ও ‘তুফান’–এর পর বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে সিনেমা প্রদর্শন ব্যবসায় নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এবারের ঈদের ছবি ‘বরবাদ’।

ঈদের দিন থেকে মধুবনে মুক্তি পাওয়া সিনেমা বরবাদের প্রথম দুদিন সব কটি শো ‘হাউজফুল’ যাচ্ছে। প্রতিটি শোতে দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ সিনেমার অগ্রিম টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক।
মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস প্রথম আলোকে বলেন, এর আগে মধুবনে অগ্রিম সব টিকিট বিক্রির ক্ষেত্রে রেকর্ড গড়ে ‘হাওয়া’, ‘পরাণ’,  ‘প্রিয়তমা, ও ‘রাজকুমার’ ছবি। সর্বশেষ অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমা। এরপর দীর্ঘ সময় দর্শক–খরায় প্রায় বন্ধ ছিল মধুবন সিনেপ্লেক্স; কিন্তু এবারের ঈদের দিন মুক্তি পাওয়া মেহেদী হাসান পরিচালিত ‘বরবাদ’ ছবিটি সাড়া ফেলেছে। ঈদের দিন এবং আজ মঙ্গলবার সব ‘শো’তে  সিঙ্গেল স্ক্রিনের ৩৩৬ আসনের এ প্রেক্ষাগৃহে ‘হাউজফুল’ ঝুলছে। প্রতিদিন চারটি করে শোর বেশির ভাগ টিকিট এক দিন আগেই ফুরিয়ে গেছে। ঈদের তৃতীয় দিন পর্যন্ত প্রতিটি শোর সব টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি শোতে ছিল নারী দর্শক ও তরুণ-তরুণীর চোখে পড়ার মতো ভিড়।

মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস প্রথম আলোকে বলেন, ঈদের দিন ও পরদিন সব শো 'হাউজফুল' যাচ্ছে। আগামীকাল বুধবার পর্যন্ত সব শোতে ৯০ শতাংশ  অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

আরও পড়ুন‘বরবাদ’ কি বরবাদ করতে পারবে২২ ঘণ্টা আগে‘বরবাদ’–এ যীশু। ভিডিও থেকে

সম্পর্কিত নিবন্ধ