ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ ঈদের দিন প্রথম বিটিভি, এটিএন বাংলা এবং চ্যানেল আইয়ে কী কী আয়োজন থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

বিটিভি
সকাল ৭টা ২০ মিনিটে ‘নতুন ভোর’। সকাল ৮টায় শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান। সকাল ৯টায় বিশেষ নৃত্যানুষ্ঠান। সকাল ৯টা ৩০ মিনিটে ‘বক্স অফিস’ (পর্ব-০১)। ১০টায় রান্নাবিষয়ক অনুষ্ঠান। সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া পাওয়া’। বেলা ১১টা ১০ মিনিটে শিশুতোষ নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ছন্দে’। বেলা ১১টা ৩৫ মিনিটে ‘ম্যাজিক শো’। দুপুর ১২টা ১০ মিনিটে রম্য বিতর্ক। দুপুর ১২টা ৫০ মিনিটে দ্বৈত সংগীতানুষ্ঠান ‘শুধু দুজনায়’, অতিথি: নাসির, প্রিয়াংকা, পিয়াল হাসান, স্মরণ, রিজিয়া পারভীন, পলাশ, মুহিন খান, সুলতানা চৌধুরী ও মোমিন বিশ্বাস।

বিকেল ৪টা ৪৫ মিনিটে দ্বৈত সংগীতানুষ্ঠান ‘গান আমার গান’, অতিথি: ইথুন বাবু, পরান আহসান, মৌসুমী চৌধুরী, আকলিমা মুক্তা, এস আই মিঠু। বিকেল ৫টা ৩৫ মিনিটে ‘শহীদের রক্ত স্বাক্ষর’ (পর্ব-০১)। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘তারকাদের আড্ডা’। সন্ধ্যা ৭টায় ‘ব্যান্ড শো’। রাত ৮টা ৩০ মিনিটে ‘ছায়াছন্দ’। রাত ৯টায় বিশেষ নাটক। রাত ১০টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। রাত ১১টা ৫ মিনিটে একক সংগীতানুষ্ঠান, শিল্পী: বেবী নাজনীন। রাত ১১টা ৩০ মিনিটে একক সংগীতানুষ্ঠান, শিল্পী: কনকচাঁপা।

এটিএন বাংলা

সকাল ৮টায় প্রভাতি অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’। বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘হৈচৈ’। বিকেল ৫টা ৩০ মিনিটে কমেডি শো ‘হাউস নাম্বার ৪২০’। বিকেল ৫টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘বউ বেশি বোঝে’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘প্রেম ভাই’। অভিনয়ে তৌসিফ, তটিনী। রাত ৮টা ৫০ মিনিটে নাটক ঘরের কথা ঘরেই থাক। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, আব্দুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, সাইদুর রহমান, সুজাত শিমুল প্রমুখ। রাত ১০টা ৩০ মিনিটে ‘ঈদ বিনোদন মেলা’। রাত ১১টায় টেলিফিল্ম হৃদয়ে রেখেছি গোপনে। অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী।

চ্যানেল আইয়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রয়েছে ধারাবাহিক ‘মিশন মুন্সিগঞ্জ’। চ্যানেল আইয়ের সৌজন্যে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম য গ জ ন অন ষ ঠ ন চ য ন ল আইয় ৩০ ম ন ট ১০ ম ন ট

এছাড়াও পড়ুন:

যশোরে ফুচকা খেয়ে অসুস্থ অর্ধশতাধিক

যশোরের অভয়নগরে হাড়ি ফুচকা খেয়ে অন্তত ৫০ জন অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৪০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অন্যরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসকরা জানান, খাবার প্রস্তুতে ত্রুটির কারণে একযোগে এত মানুষ অসুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও গর্ভবতী নারীসহ গুরুতর কিছু রোগী রয়েছে।

হাসপাতালে ভর্তি রোগীরা জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রিজের পূর্বপাশে মনিরুজ্জামানের চটপটির দোকান রয়েছে। সেখানে হাড়ি ফুচকা নামে ফুচকা বিক্রি হচ্ছিল। ঈদের দিন বিকেলে সেখান থেকে অনেকে ফুচকা খান। রাত ১২টার দিকে তাদের বমি ও ডায়রিয়া শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে হাসপাতালে ভর্তি হতে থাকে অসুস্থরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুর রহমান রিজভী জানান, মঙ্গলবার বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে রোগী ভর্তি শুরু করেছে। আস্তে আস্তে রোগীর পরিমাণ বাড়তে থাকে। দুপুর পর্যন্ত অন্তত অর্ধশতাধিক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।

তিনি আরও বলেন, ৪০ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে শিশু ও গর্ভবতী নারীসহ গুরুতর কিছু রোগী রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ