ঈদের দিন ঐক্যের ডাক দিলেন ইস্তাম্বুলের মেয়র
Published: 30th, March 2025 GMT
কারাগার থেকে ঐক্যের ডাক দিলেন ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু। রোববার তুরস্কে ঈদ উদ্যাপিত হয়। ঈদের দিনে তিনি জনগণের মধ্যে ঐক্য গড়ার আহ্বান জানান।
দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ইমামোগলু। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। এক সপ্তাহ আগে ইমামোগলু গ্রেপ্তার হন। এর প্রতিবাদে বিভিন্ন সড়কে বড় জমায়েত করছে বিরোধী দল। গত এক দশকে তুরস্কে এত বড় বিক্ষোভ হতে দেখা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইনজীবীর মাধ্যমে দেওয়া বার্তায় ইমামোগলু বলেছেন, ‘যাঁরা ভাবেন যে আমরা ছুটি উদ্যাপন করতে পারব না, তাঁরা খুব ভুল করছেন! কারণ, আমরা অবশ্যই একসঙ্গে থাকার উপায় খুঁজে পাব!’
ইমামোগগুলের গ্রেপ্তারের দাবিতে গত শনিবার ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ ঘটনায় তুরস্কে গণহারে গ্রেপ্তারের ঘটনাও ঘটছে। এখন পর্যন্ত প্রায় দুই হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিক্ষোভ নিয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাত তুর্কি সাংবাদিকও আছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এখনো বিপুলসংখ্যক মানুষের সমর্থন ধরে রেখেছেন। তিনি এ বিক্ষোভকে ‘পথসন্ত্রাস’ হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা করছে এবং জনগণের সম্পদ নষ্ট করছে। এরদোয়ান মনে করেন, বিরোধী দলের এ ‘শো’ ধীরে ধীরে ম্লান হয়ে যাবে।
ইমামোগলুর বিরুদ্ধে একটি অপরাধ সংগঠন প্রতিষ্ঠা, ঘুষ নেওয়া, চাঁদাবাজি ও সরকারি টেন্ডারে কারচুপির অভিযোগ আনা হয়েছে। ইমামোগলু তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি তাঁর গ্রেপ্তারের ঘটনাটিকে অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন।
তুরস্কের কর্মকর্তারা বলছেন, দেশটির আদালতগুলো স্বাধীন। তবে মানবাধিকার সংগঠনগুলো তা মনে করে না।
ওজেল মনে করেন, ইমামোগলুকে গ্রেপ্তার করার কারণ একটাই। আর তা হলো তাঁকে তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট না হতে দেওয়া। জনমত জরিপে আভাস দেওয়া হয়েছে, কারাগারে না থাকলে ইমামোগলু প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত রস ক র
এছাড়াও পড়ুন:
খুনিদের বিচার ও সংস্কার ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না: জামায়াতের আমির
ছবি: প্রথম আলো