লেভার জোড়া গোলে রিয়ালকে ৩ পয়েন্টে পেছনে ফেলল বার্সা
Published: 30th, March 2025 GMT
বার্সেলোনা ৪–১ জিরোনা
লা লিগায় আজ স্বাগতিক হয়ে জিরোনাকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি।
এই জয়ে রিয়াল মাদ্রিদকে ৩ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে তালিকার শীর্ষেই আছে হান্সি ফ্লিকের দল। ২৯ ম্যাচে বার্সার সংগ্রহ ৬৬ পয়েন্ট। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল।
৪৩ মিনিটে জিরোনার লাদিস্লাভের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। বিরতির পর ৫৩ মিনিটে আরনাউত জুমার গোলে সমতায় ফেরে জিরোনা।
পরের গল্পটি শুধু বার্সার। ৬১ থেকে ৮৬ মিনিটের মধ্যে তিন গোল করে কাতালান ক্লাবটি। ৬১ ও ৭৭ মিনিটে গোল দুটি লেভানডফস্কির। ৮৬ মিনিটে ম্যাচের শেষ গোলটি ফেরান তোরেসের।
চলতি বছর এ নিয়ে ২০ ম্যাচে অপরাজিত রইল বার্সা। ১৭ জয়ের পাশাপাশি ড্র করেছে ৩ ম্যাচ।
চলতি মৌসুমে এ নিয়ে ৪২ ম্যাচে ৩৮ গোল করার পাশাপাশি ৩ গোল করিয়ে দারুণ ফর্মে আছেন বার্সার লেভা। লা লিগার চলতি মৌসুমে ২৮ ম্যাচে ২৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাও পোলিশ এ স্ট্রাইকার। মৌসুমে এ নিয়ে ২০তম বার ফ্লিকের দল ম্যাচে ন্যূনতম ৪ গোল করল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ ল কর
এছাড়াও পড়ুন:
লেভার জোড়া গোলে রিয়ালকে ৩ পয়েন্টে পেছনে ফেলল বার্সা
বার্সেলোনা ৪–১ জিরোনা
লা লিগায় আজ স্বাগতিক হয়ে জিরোনাকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি।
এই জয়ে রিয়াল মাদ্রিদকে ৩ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে তালিকার শীর্ষেই আছে হান্সি ফ্লিকের দল। ২৯ ম্যাচে বার্সার সংগ্রহ ৬৬ পয়েন্ট। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল।
৪৩ মিনিটে জিরোনার লাদিস্লাভের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। বিরতির পর ৫৩ মিনিটে আরনাউত জুমার গোলে সমতায় ফেরে জিরোনা।
পরের গল্পটি শুধু বার্সার। ৬১ থেকে ৮৬ মিনিটের মধ্যে তিন গোল করে কাতালান ক্লাবটি। ৬১ ও ৭৭ মিনিটে গোল দুটি লেভানডফস্কির। ৮৬ মিনিটে ম্যাচের শেষ গোলটি ফেরান তোরেসের।
চলতি বছর এ নিয়ে ২০ ম্যাচে অপরাজিত রইল বার্সা। ১৭ জয়ের পাশাপাশি ড্র করেছে ৩ ম্যাচ।
চলতি মৌসুমে এ নিয়ে ৪২ ম্যাচে ৩৮ গোল করার পাশাপাশি ৩ গোল করিয়ে দারুণ ফর্মে আছেন বার্সার লেভা। লা লিগার চলতি মৌসুমে ২৮ ম্যাচে ২৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাও পোলিশ এ স্ট্রাইকার। মৌসুমে এ নিয়ে ২০তম বার ফ্লিকের দল ম্যাচে ন্যূনতম ৪ গোল করল।