মৌলভীবাজারের কুলাউড়ায় ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক পরিবারে খাবার ও অর্থ বিতরণ করা হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে পৃথিমপাশার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে খাবার ও অর্থ বিতরণ করা হয়। 

ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আশফাক তানভীরের সভাপতিত্বে ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সামছুল আজাদ সামছুদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এম মইনুল ইসলাম মছলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহেল, সহ-সভাপতি সাংবাদিক সেলিম আহমদ ও সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু। এছাড়াও
বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক খন্দকার মো.

আব্দুল রহিম টিপু, সদস্য ইকবাল হোসেন মতিন, প্রচার সম্পাদক ও মনু মডেল কলেজের শিক্ষক মো. ফয়জুল হক, সদস্য মো. আছলিম উদ্দিন, সংবাদকর্মী ময়জুল ইসলাম প্রমুখ।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এসএসসি পরীক্ষা: এক কেন্দ্রের সব শিক্ষককে অব্যাহতি

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার দায়িত্ব থেকে একটি কেন্দ্রের সব শিক্ষককে অব্যাহতি দিয়েছে প্রশাসন।

সোমবার (২১ এপ্রিল) চুনারুঘাট সরকারি কলেজ কেন্দ্রে দাখিল বাংলা প্রথমপত্রের পরীক্ষা চলাকালে তাদের অব্যাহতি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী। 

আরো পড়ুন:

নোয়াখালীতে দায়িত্বে অবহেলায় ১২ শিক্ষককে অব্যাহতি

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে মশাল মিছিল

তিনি জানান, সোমবার চুনারুঘাট সরকারি কলেজ কেন্দ্রে হাজী আলীম উল্লাহ সিনিয়র মাদরাসার শিক্ষার্থীদের দাখিল বাংলা প্রথমপত্রের পরীক্ষা ছিল। নিয়মিত কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে তিনি কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনকালে নৈর্ব্যত্তিক পরীক্ষার সময় অধিকাংশ শিক্ষার্থীকে একই সেটে পরীক্ষা দিতে দেখা যায়। অথচ, সরকারি নির্দেশনা অনুযায়ী ভিন্ন ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার কথা।

দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্রের সব শিক্ষককে (২৩ জনকে) পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

এদিকে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকদের নাম-ঠিকানা জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। কেন্দ্র সচিব মাওলানা আফসার আহমেদ তালুকদারের মোবাইলে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ