পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো ঈদের চাঁদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মার্চ) রাত ৮টায় পৌর শহরের মাদ্রাসা কালভার্ট সংলগ্ন দারুল মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা একটি আনন্দ মিছিল বের করে। পরে মিছিলটি ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা মেহেদী উৎসবে মিলিত হয়। শিক্ষার্থী ও অভিভাবকরা একে অপরের হাত মেহেদীর রংয়ে রাঙিয়ে দেন।
এর আগে শিক্ষার্থীরা মুক্ত আকাশে চাঁদ দেখা, মাদ্রাসার হলরুমে ইসলামী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে। শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী এ উৎসবের আয়োজকদের স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
দারুল মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবক হোসনেয়ারা বলেন, ‘‘আমরা মাদ্রাসায় সকল শিক্ষার্থী ও অভিভাবকরা একসঙ্গে চাঁদ দেখেছি। পরে আনন্দ মিছিল ও মেহেদী উৎসব হয়েছে। এমন ব্যতিক্রমী উৎসবের আয়োজন করায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও কলাপাড়া জনকল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।’’
আরো পড়ুন:
রংপুরের প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়
সিলেটে ঈদের জামাত কোথায় কখন
কলাপাড়া জনকল্যাণ ফাউন্ডেশনের মাহবুবুল আলম নাঈম বলেন, ‘‘মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের আনন্দ দেয়ার জন্য আমরা এ উৎসবের আয়োজন করেছি। অনেক শিশু শিক্ষার্থী ও অভিভাবকরা এ অনুষ্ঠানে অংশ নিয়েছে। আমরা প্রতি বছর এ অনুষ্ঠানটি করতে চাই।’’
ঢাকা/ইমরান/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ঈদ উৎসব অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
প্রথম আলোর উদ্যোগে বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব আগামী ১৫ ও ১৬ মে
আগামী ১৫ ও ১৬ মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব’। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে এই উৎসব, যার মাধ্যমে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সংক্রান্ত খবর ও তথ্য জানতে পারবেন। এ ভর্তি উৎসবের আয়োজন করছে প্রথম আলো।
আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব’ নিয়ে আয়োজিত প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান। মতবিনিময় সভায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত হয়ে এই উৎসবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের উৎসবকে আরও কীভাবে ভালো করা যায়, সে বিষয়ে বিভিন্ন রকমের প্রস্তাব ও পরামর্শ দেন তাঁরা। আয়োজকেরা জানিয়েছেন, এসব পরামর্শ নিয়ে এবারের উৎসবকে কীভাবে আরও বেশি ভালো করা যায়, সেই প্রচেষ্টা করা হবে।
আয়োজকেরা জানান, ভর্তি উৎসবসংক্রান্ত তথ্যের জন্য ই–মেইল করা যাবে- ([email protected]) এই ঠিকানায় এবং ফোন করা যাবে (০১৪০৪৪৪০০৫০) এই নম্বরে।
এর আগে ২০২৩ সালের ২৩ ও ২৪ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছিল ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব’। ওই বছর ভর্তি উৎসবে ৩৪টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ব্রিটিশ কাউন্সিল, ইএমকে সেন্টারসহ মোট ৪৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। তখন শিক্ষার্থীরা বিভিন্ন স্টল থেকে ভর্তির তথ্য, বৃত্তির খবর এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারেন। উৎসবে ছিল বিভিন্ন বিষয়ে শিক্ষা সংলাপ। এ ছাড়া উৎসবে আসা দর্শনার্থীদের জন্য ছিল র্যাফল ড্রর মাধ্যমে মোটরসাইকেল, ল্যাপটপ, মুঠোফোনসহ বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার।
গত বছর এই উৎসবের জন্য প্রস্তুতি নেওয়া হলেও পরিবেশ-পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেটি করা যায়নি। এ বছর দ্বিতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করা হচ্ছে। এবারের উৎসবে অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি আয়োজনের কলেবরও বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা।
‘বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব’ নিয়ে আয়োজিত প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় এই উৎসবের নানা দিক তুলে ধরেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান। আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে