কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত
Published: 30th, March 2025 GMT
ঝালকাঠির রাজাপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাগরি বাজার সংলগ্ন ফরাজি বাড়ি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন হাওলাদার উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে। রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘বরিশালগামী একটি কাভার্ড ভ্যান রাজাপুরগামী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সুজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও কাভার্ড ভ্যান জব্দ করে থানায় আনা হয়েছে।’’
ঢাকা/অলোক/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঈদের রাতে অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
কিশোরগঞ্জের কটিয়াদীতে অস্ত্রের মুখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম হাকিম (২৫)। তিনি একই উপজেলার টান চারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ভুক্তভুগী বাদী হয়ে মামলা করেছেন। এর আগে, সোমবার দবিাগত রাতে টান চারিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, ‘‘ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, ঈদের দিন রাতে ছোট সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাতে ঘরের জানালা দিয়ে ভেতরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন হাকিম মিয়া। মামলার আসামিকে ধরতে অভিযান চলছে। সেই সঙ্গে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।’’
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
তামাক চুল্লিতে নিয়ে কিশোরীকে ‘ধর্ষণ’, অভিযুক্ত পলাতক
ঢাকা/রুম্মন/রাজীব