বিসিসিআই
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাঁতরে নদী পার হওয়ার সময় নিখোঁজ, ৪ ঘণ্টা পর লাশ উদ্ধার
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঘাসের বস্তা নিয়ে সাঁতরে গোমতী নদী পার হওয়ার সময় এক ব্যক্তি নিখোঁজের চার ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর এলাকার নদী থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করেন।
এর আগে সকাল আটটার দিকে ঘাসের বস্তা নিয়ে গোমতী নদীতে সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হয়েছিলেন তিনি। লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. আবু ইউসুফ (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এতবারপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আবু ইউসুফ ও তাঁর ভাই হুমায়ুন কবির আজ মঙ্গলবার ভোরে গরুর জন্য ঘাস কাটতে গোমতী নদীর অপর প্রান্ত শ্রীপুরের চরে যান। দুই ভাই ঘাস কাটা শেষে বস্তায় ভরে নদী পার হওয়ার জন্য পানিতে নামেন। এ সময় হুমায়ুন কবির নদীর এতবারপুর অংশে এসে দেখেন তাঁর ভাই নিখোঁজ। ভাইকে দেখতে না পেয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে হুমায়ুনের চিৎকারে স্থানীয় লোকজন এসে নদীতে জাল ফেলে ইউসুফের সন্ধান করেন। খবর পেয়ে বুড়িচং থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে অভিযান চালায়। একপর্যায়ে দুপুর ১২টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন, ঘাসের বস্তা নিয়ে নদী পার হওয়ার সময় ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।