আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে অনায়াস জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। আর সেটা সম্ভব হয়েছে বোলার মিচেল স্টার্ক ও ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসের ব্যাটে।

বিশাক্ষাপত্তনমে আজ রোববার (৩০ মার্চ) হায়দরাবাদ আগে ব্যাট করতে নেমে স্টার্কের বোলিং তোপে ১৮.৪ ওভারেই ১৬৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে ডু প্লেসিসের ফিফটিতে ভর করে ১৬ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে দিল্লি।

টস জিতে হায়দরাবাদ আগে ব্যাট করতে নেমে স্টার্কের তোপের মুখে পড়ে। ৩৭ রান তুলতেই তারা হারিয়ে বসে ৪ উইকেট। প্রথম ওভারের পঞ্চম বলেই রান আউট হন অভিষেক শর্মা (১)। হায়দরাবাদের দলীয় রান তখন ১১। তৃতীয় ওভারের প্রথম বলে স্টার্ক আউট করেন ইশান কিশানকে (২)। হায়দরাবাদের রান তখন ২০। একই ওভারে দলীয় ২৫ রানের মাথায় নিতিশ কুমার রেড্ডিও আউট হন স্টার্কের বলে। ২ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। ৩৭ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় হায়দরাবাদ। এ সময় উইকেটের পেছনে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেন ট্র্যাভিস হেড। ১২ বলে ৪টি চারে ২২ রান করেন হেড।

আরো পড়ুন:

নিউ জিল্যান্ডের ঘোরোয়া ক্রিকেট থেকে অবসরে ওয়াগনার

বাংলাদেশের সাবেক কোচ এখন নেপালের দায়িত্বে

সেখান থেকে অনিকেত ভার্মা ও হেইনরিখ ক্লাসেন ৭৭ রানের জুটি গড়ে বড় সংগ্রহের আশা জাগান। কিন্তু ১১৪ রানের মাথায় মোহিম শর্মা ক্লাসেনকে ফিরিয়ে ভাঙেন বিপদজ্জনক হয়ে ওঠা এই জুটি। ক্লাসেন ১৯ বলে ২ চার ও ২ ছক্কায় ৩২ রান করে যান।

এরপর আবার নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অনিকেতের ব্যাটে ১৬৩ রান পর্যন্ত যেতে পারে হায়দরাবাদ। অনিকেত ৪১ বলে ৫টি চার ও ৬ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলেন। তাতে ১৮.

৪ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ।

স্টার্ক ৩.৪ ওভারে ৩৫ রান দিয়ে ৫টি উইকেট নেন। কুলদীপ যাদব ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৩টি উইকেট।

১৬৩ রান তাড়া করতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের ব্যাটে ভর করে ১৬ ওভারেই জয় তুলে নেয় দিল্লি। উদ্বোধনী জুটিতে জেইক-ফ্রাসার-ম্যাকগার্ক ও ফাফ ডু প্লেসিস ৯ ওভারেই ৮১ রানের জুটি গড়ে দলের জয়ে ভিত গড়ে দেন। এই রানে ডু প্লেসিস ফিরেন ৩ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৫০ রানের ইনিংস খেলে।

৯৬ রানের মাথায় ম্যাকগার্ক ফিরেন ৪টি চার ও ২ ছক্কায় ৩৮ রান করে। এরপর অভিষেক পোরেল মাত্র ১৮ বলে ২ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ট্রিস্টান স্টাবস ৩ চারে ২১ রানে অপরাজিত থাকেন। এছাড়া লোকেশ রাহুল ১৫ রান করেন।

বল হাতে হায়দরাবাদের জিসান আনসারী ৪ ওভারে ৪২ রান দিয়ে ৩টি উইকেট নেন। ফাইফার নিয়ে ম্যাচসেরা হন দিল্লির স্টার্ক।

এই জয়ে দুই ম্যাচ খেলে দুটিই জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে দিল্লি। অন্যদিকে ৩ ম্যাচ খেলে ২টিতে হেরে ও ১টিতে জিতে ২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ আছে সপ্তম স্থানে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ য়দর ব দ র র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

ঈদের ছুটিতে ক্রিকেটাঙ্গন, ব্যস্ত কেবল নারী দল

ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ড শেষে ক্রিকেটাররা এখন ঈদের ছুটিতে। ৬ এপ্রিল শুরু হবে নবম রাউন্ডের খেলা। এরপর জাতীয় দলের খেলোয়াড়রা ব্যস্ত হয়ে পড়বেন জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতিতে। অধিকাংশ ক্রিকেটার ঈদ উদযাপন করতে গেছেন গ্রামের বাড়িতে।  

এদিকে শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও ছুটিতে রয়েছে। তবে নারী ক্রিকেট দলের জন্য ছুটি নেই। ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে ৩ এপ্রিল পাকিস্তানে উড়াল দেবে নিগার সুলতানারা।  

বিশ্বকাপ বাছাই ঘিরে নারী দল ইতোমধ্যে দুই সপ্তাহের ক্যাম্প শুরু করেছে, যা চলবে ২ এপ্রিল পর্যন্ত। ঈদের দিন ক্যাম্প বন্ধ থাকলেও মানসিকভাবে চাঙ্গা রাখতে বিশেষ কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে কোচদের। ৯ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানে ছয় দলের এই বাছাইপর্বে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। শীর্ষ দুই দল মূল বিশ্বকাপে জায়গা পাবে।

ঈদের ছুটি শেষে ১৩ এপ্রিলের মধ্যে শেষ হবে ঢাকা লিগের প্রথম পর্বের ১১ রাউন্ডের খেলা, এরপর শুরু হবে সুপার লিগ। এদিকে ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দল। ২০ এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট, আর ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামে। এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।  

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এপ্রিলের শুরুতে শ্রীলঙ্কা যাবে। ঈদের আগে রাজশাহী ও বগুড়ায় ক্যাম্প করলেও আপাতত তারা ছুটিতে রয়েছে। এক সপ্তাহের ছুটি শেষে তরুণ ক্রিকেটাররা আবার ফিরবেন অনুশীলনে।

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদের রাতে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা
  • অভিষিক্ত অশ্বিনীর বলে, রায়ানের ব্যাটে মুম্বাইর প্রথম জয়
  • ঘোরাঘুরি শেষে বাসায় ফিরে ত্বকের যত্নে করণীয়
  • হল্যান্ডের ইনজুরিতে ম্লান সিটির সেমিতে ওঠার আনন্দ
  • ‘সিকান্দার’-এর জন্য সানি দেওলের শুভকামনা, কী বলছেন অন্য তারকারা
  • পল্লবীর এক বাসা থেকে ৬১টি চোরাই ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২
  • ‘সাবলেট’ নেওয়ার কথা বলে নেন চাবি, সেই রাতেই বাসায় ঢুকে চুরি
  • ব্যবসায়ীকে সাইফের মারধরের অভিযোগ, ঘটনার বর্ণনা দিলেন অমৃতা
  • ঈদের ছুটিতে ক্রিকেটাঙ্গন, ব্যস্ত কেবল নারী দল