হারল্যানের প্রসাধনী ও স্কিন কেয়ার পণ্য কিনে স্কুটি পেলেন ছয়জন
Published: 30th, March 2025 GMT
এবারের ঈদে ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ শীর্ষক ক্যাম্পেইন বা বিক্রয় কার্যক্রম বেশ সাড়া ফেলেছে। দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে এ ক্যাম্পেইন চলে। এর আওতায় হারল্যান স্টোর থেকে কসমেটিকস, তথা প্রসাধনী ও স্কিন কেয়ার বা ত্বক পরিচর্যার পণ্য কিনে এখন পর্যন্ত ছয়জন স্কুটি জিতেছেন। এ ছাড়া লাখ টাকার ক্যাশ ভাউচার জিতেছেন ক্রেতারা।
হারল্যান ব্র্যান্ডশপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো.
হারল্যান জানায়, রাজধানীর গুলশান পিংক সিটি, যমুনা ফিউচার পার্ক, উত্তরার জসীমউদ্দীন, বেইলি রোডের আউটলেটগুলোয় ব্যাপক ভিড় হয়েছে। বিশেষ করে ঈদের আগে ক্রেতারা বেশ লম্বা লাইনে দাঁড়িয়ে স্কিন অ্যানালাইজার মেশিন ব্যবহার করে পণ্য বাছাই করেছেন। স্টোরগুলোয় ক্রেতাদের পছন্দের শীর্ষে ছিল লিপস্টিক, আইলাইনার, পাউডার, ফাউন্ডেশন, লিপগ্লস, আইশেড কালার কসমেটিকস ইত্যাদি। এ ছাড়া ফেস ও হেয়ার সিরাম এবং ফেসওয়াশ প্রভৃতি ভালো বিক্রি হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আউটল ট
এছাড়াও পড়ুন:
নাটোরে তুচ্ছ ঘটনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৬, কার্যালয় ভাঙচুর
নাটোরের লালপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এ সময় ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
গতকাল সোমবার রাত সোয়া ১১ টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আব্দুলপুর গ্রামের সেকেন্দার প্রামাণিকের ছেলে জুলহাস আলী (৫৫), রিপন আলীর ছেলে মো.রাফি (২২), করিম মন্ডলের ছেলে অন্তর মন্ডল (২১), জারেফ আলীর ছেলে শিশির হোসেন (১৪), হাজজাজের ছেলে মো. শুভ্র (৩০) ও আলমগীর হোসেন (৪৫)। এর মধ্যে জুলহাস আলী চংধুপইল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে বাওড়া রেল ব্রিজ এলাকায় মেলায় লটারি কেনাবেচা নিয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের আত্মীয় ইসলামপুর গ্রামের নাহিদ ও তাঁর বন্ধু আরিফুলসহ কয়েকজন বিএনপি নেতা জুলহাসের আত্মীয় রাফি, অন্তর ও শিশিরকে মারধর করে। এই ঘটনার জেরে রাতে পুনরায় দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ সময় আরিফের সমর্থক শুভ্র ও কালামের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির কার্যালসসহ কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের জুলহাস আলী, শুভ্র ও আলমগীরসহ ছয়জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে চংধুপইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলহাস আলী বলেন, ‘আমাদের অন্যায়ভাবে মারা হয়েছে। আমরা সুষ্ঠ বিচার চাই।’
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।