একজন ফুটবলের মহাতারকা, অন্যজন টেনিসের। তবে লিওনেল মেসি ও নোভাক জোকোভিচের বন্ধুত্বটা বেশ পুরোনো। এই মুহূর্তে দুজন আবার একই শহরে অবস্থান করছেন।

মায়ামি ওপেন খেলতে জোকোভিচ গেছেন মেসির শহর মায়ামিতে। কাল গ্রিগর দিমিত্রভের বিপক্ষে জোকোভিচের সেমিফাইনাল দেখতে পরিবার নিয়ে হার্ড রক স্টেডিয়ামেও গিয়েছিলেন মেসি।

গতকাল পরিবার নিয়ে জোকোভিচের খেলা দেখতে গিয়েছিলেন মেসি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গোল করে জোকোভিচের মতো উদ্‌যাপন, জোকোভিচকেই গোল উৎসর্গ মেসির

একজন ফুটবলের মহাতারকা, অন্যজন টেনিসের। তবে লিওনেল মেসি ও নোভাক জোকোভিচের বন্ধুত্বটা বেশ পুরোনো। এই মুহূর্তে দুজন আবার একই শহরে অবস্থান করছেন।

মায়ামি ওপেন খেলতে জোকোভিচ গেছেন মেসির শহর মায়ামিতে। কাল গ্রিগর দিমিত্রভের বিপক্ষে জোকোভিচের সেমিফাইনাল দেখতে পরিবার নিয়ে হার্ড রক স্টেডিয়ামেও গিয়েছিলেন মেসি।

গতকাল পরিবার নিয়ে জোকোভিচের খেলা দেখতে গিয়েছিলেন মেসি

সম্পর্কিত নিবন্ধ