বরগুনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঈদসামগ্রী বিতরণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। প্রশাসনের দায়িত্বে অবহেলায় আওয়ামী লীগ এমন কার্যক্রম পরিচালনার সাহস পাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির নেতারা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা পৌর শহরের প্রধান কয়েকটি সড়কে মিছিল করে সদর রোড এলাকার মিজান টাওয়ার শপিং কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সমাবেশ করেন জেলা বিএনপি ও এর সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা। এতে সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহিন, সফিকুজ্জামান মাহফুজ, রেজবুল কবির, বরগুনা সদর উপজেলার সাবেক সভাপতি ফজলুল হক প্রমুখ।

সমাবেশে নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘আওয়ামী লীগের দোসরা এখনো ষড়যন্ত্র করছে। তারা নানাভাবে বিভিন্ন স্থান থেকে দলীয় কার্যক্রম চালাচ্ছে। আমাদের পুলিশ প্রশাসন এসব ধরতে পারছে না। এর কারণে আওয়ামী লীগের দোসররা এ ধরনের কার্যক্রম চালাতে পারছে।’

এর আগে শনিবার বিকেলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অজ্ঞাতস্থানে ঈদসামগ্রী বিতরণের ২ মিনিট ৫৯ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী সমবেত হয়েছেন। তাঁদের হাতে একটি বস্তা ধরে বলতে শোনা যায়, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে গরিব, দুস্থ, অসহায় ও আওয়ামী লীগের নিবেদিত কর্মীদের মধ্যে আজকে বরগুনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ উপহার। আপনারা জানেন যে, আমরা একটি জয় বাংলা প্ল্যাটফর্মের মাধ্যমে ইতিমধ্যে জয়বাংলা পরিষদের মাধ্যমে যে প্রস্তুতি নিয়েছি, জননেত্রী শেখ হাসিনার পক্ষে আমরা ঈদ উপহার বিতরণ করব। এরই ধারাবাহিকতা আজকে আমাদের ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।’

ভিডিওতে জেলা যুবলীগের সহসভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর তৌহিদ মোল্লা, যুবলীগের জনশক্তি-কর্মসংস্থান সম্পাদক ও গৌরীচন্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকী, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল হালিম মোল্লাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা যায়। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য উপহার সামগ্রীর প্লাস্টিকের ব্যাগে ‘শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার’ লেখা দেখা যায়।

শেখ হাসিনার পক্ষে ঈদসামগ্রী বিতরণের প্রতিবাদে বরগুনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল করেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঈদ উপহ র কর ম দ র ব তরণ র ব এনপ র আওয় ম বরগ ন

এছাড়াও পড়ুন:

তিন পুলিশ সুপার পদে রদবদল

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে আজ সোমবার এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার শাকিলা সোলতানাকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে। অন্যদিকে, রেলওয়ে পুলিশের দায়িত্বে থাকা হাবিবুর রহমানকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে। এ ছাড়া খুলনা মহানগরের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠুকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ