রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাচল এলাকার মো. সাকিব ও তাঁর সহপাঠী মিলে একটি ব্যাচেলর বাসায় থাকেন। ২১ মার্চ বিকেলে তাঁদের বাসায় সাবলেট হিসেবে ভাড়া নিতে আসেন মাহথির মোহাম্মদ খান তমাল নামের এক ব্যক্তি। বাসাটি পছন্দ হলে মাহথির সাবলেট বাসা ভাড়া নিয়ে বাসার চাবি নিয়ে যান। সেই রাতেই চাবি নিয়ে এসে বাসাটি থেকে নগদ টাকা, ল্যাপটপ ও মুঠোফোন চুরি করেন মাহথির।

বাড্ডা থানার পুলিশ জানিয়েছে, সাবলেট ভাড়া নেওয়ার পর সাকিবের কাছ থেকে বাসার চাবি নিয়ে চলে গিয়েছিলেন মাহথির। পরদিন সাকিবকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ছবি দেবেন বলে জানিয়েছিলেন তিনি। সে দিন রাত সোয়া আটটায় সাকিব তারাবিহর নামাজ পড়তে বাসা থেকে বের হয়েছিলেন। এই সুযোগে মাহথির চাবি দিয়ে তালা খুলে বাসায় ঢোকেন। এরপর পড়ার টেবিলের ড্রয়ার থেকে ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুটি বাটন মুঠোফোন চুরি করে নিয়ে চলে যান।

বাসায় চুরির এই ঘটনার পর সাকিবের অভিযোগের ভিত্তিতে আজ রোববার বাড্ডা থানায় একটি মামলা হয়। এরপর অভিনব কায়দায় চুরি করা এই চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে বাড্ডা থানার পুলিশ। তাঁদের কাছ থেকে ৬১টি চোরাই ল্যাপটপ ও ২টি চোরাই মুঠোফোন উদ্ধার করা হয়। রাজধানীর পল্লবীর কালশী এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহথির মোহাম্মদ খান তমাল (২৪) ও মো.

তোফায়েল আহম্মেদ (২৬)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় মাহথির মোহাম্মদ খান তমালকে শনাক্ত করা হয়। পরে রোববার সকালে কালশীর একটি বাসায় অভিযান চালালে সেখানে মাহথিরের সঙ্গে তাঁর আরেক সহযোগী মো. তোফায়েল আহম্মেদকেও পাওয়া যায়। পরে তাঁদের দুজনকেই গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি চোরাই মুঠোফোনের আনুমানিক মূল্য ৯ লাখ ২৮ হাজার টাকা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম হ ম মদ ল য পটপ স বল ট

এছাড়াও পড়ুন:

ফেসবুক দেখে জানলেন তিনি খুন হয়েছেন, এরপর যা ঘটল

চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা শাহাদাত হোসেন কয়েক দিন আগে হঠাৎ জানতে পারলেন, ফেসবুকে তাঁকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে একটা আইডি থেকে। বলা হচ্ছে, তিনি খুন হয়েছেন। ওমর ফারুক নামের এক ব্যক্তি পোস্ট দিয়ে এমন দাবি করায় তিনি থানায় গিয়ে পুলিশকে জানান। পরে বাড়ি ফিরে দেখেন ওমর ফারুক তাঁর বাড়িতে অবস্থান করছেন। এরপর পুলিশকে জানালে পোস্টদাতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, দুই দিন ধরে নিজের আইডি থেকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স এলাকার বাসিন্দা ওমর ফারুক (৩৫) এমন পোস্ট দিচ্ছিলেন। গতকাল শুক্রবার শাহাদাত হোসেন পোস্টদাতা ওমর ফারুককে ধরে পুলিশে দেন। থানায় ইতিমধ্যে ফারুকের বিরুদ্ধে ছয়টি প্রতারণার মামলা করেছেন বিভিন্ন ব্যবসায়ী।

ওই পোস্টে ওমর ফারুক লেখেন, ‘আজিমপুরে হত্যাকাণ্ড! বিএনপি নেতা ফারুক আজিমপুরের শাহাদাত হোসেনকে ছুরিকাহত করে হত্যা করে পালিয়ে যান। তাঁকে ধরিয়ে দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।’

ওমর ফারুক দেশি একটি উন্নয়ন সংস্থায় কাজ করতেন বলে জানা গেছে। সংস্থাটির স্থানীয় একজন কর্মকর্তা জানান, ২০১৮ সাল থেকে তিনি ওই সংস্থায় কাজ করছিলেন। তাঁর গতিবিধি ভালো না লাগায় গত বছরের নভেম্বরে তাঁকে চাকরি থেকে অব্যাহতি নিতে বাধ্য করা হয়েছে। ফারুকের ঘনিষ্ঠ কয়েকজন জানিয়েছেন, বছরখানেক আগে থেকে তিনি অনলাইন জুয়ায় (বেটিং সাইট) জড়িয়ে পড়েন। এর পর থেকেই ফারুক নানা ছদ্মবেশ ধারণের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিতে শুরু করেন।

ভুক্তভোগী শাহাদাত হোসেন জানান, ফারুক তাঁর পরিচিত। তাঁর নামে কাল্পনিক পোস্ট দেওয়ার বিষয়টি তিনি ফেসবুকে দেখেছেন। গতকাল বিষয়টি তিনি থানায় জানিয়ে বাসায় ফিরে দেখতে পান, ফারুক তাঁর ঘরে অবস্থান করছেন। পরে পুলিশকে জানালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

গ্রেপ্তার হওয়ার আগে ফারুক দাবি করেন, তাঁর ফেসবুক আইডি হ্যাক করে কেউ এই পোস্ট দিয়েছে। তিনি এর সঙ্গে জড়িত নন।

এখন পর্যন্ত ফারুকের বিরুদ্ধে ছয়টি প্রতারণার মামলা হয়েছে বলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সফিকুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন। তিনি বলেন, ফারুক অনলাইন জুয়ায় আসক্ত। আগের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ভ্যাটিকান থেকে ওড়া ধোঁয়ায় কীভাবে বোঝা যায় নতুন পোপ নির্বাচিত হয়েছেন
  • ট্রেনে যৌন হয়রানির ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রী
  • শ্রমিকদের আইনি সুরক্ষা ও জাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন
  • সাবেক এমপি আনার হত্যার প্রতিবেদন ফের পেছাল
  • মন্ত্রণালয়ের নাম পরিবর্তন, চেয়ারম্যান ও মেয়র পদে সরাসরি ভোট না করার সুপারিশ
  • গাঁজা সেবন করে ধর্ষণের পরিকল্পনা, আদালতে স্বীকারোক্তি
  • পাবনার শিশুটিকে হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে ধর্ষণ করা হয়: পুলিশ
  • যশোরে আত্মগোপনে থাকা আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশ
  • গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেপ্তার ১
  • ফেসবুক দেখে জানলেন তিনি খুন হয়েছেন, এরপর যা ঘটল