স্টার্কের তোপের পর ডু প্লেসির ঝড়, দিল্লির কাছে পাত্তাই পেল না হায়দরাবাদ
Published: 30th, March 2025 GMT
আইপিএলে মিচেল স্টার্ক এক ইনিংসে ৪ উইকেট নিয়েছেন, এমন সব ম্যাচেই জিতেছে তাঁর দল। সেখানে আজ স্টার্কের শিকার আরেকটি বেশি—৩৫ রানে ৫ উইকেট, যা তাঁর আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিংও।
বল হাতে স্টার্কের তোপের পর ব্যাট হাতে ঝড় তুলেছেন ফাফ ডু প্লেসি। তাতে দিল্লি ক্যাপিটালসের কাছে স্রেফ উড়ে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। বিশাখাপত্তনমে আজ টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৮.
নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে অক্ষর প্যাটেলের দিল্লি। আর প্রথমটি জয়ের পর টানা দুই হারে সাতে নেমে গেছে প্যাট কামিন্সের হায়দরাবাদ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ য়দর ব দ
এছাড়াও পড়ুন:
মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত
রাজধানীর মতিঝিলে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় রুহুল আমিন শেখ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুহুল আমিন বাসাবো স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দাসাগর গ্রামে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর সবুজবাগের পূর্ব বাসাবো এলাকায় থাকতেন।
নিহতের ছেলে মো. শাকিল বলেন, বাসায় ফেরার পথে মতিঝিলের বিআরটিসি কাউন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় ৬ নম্বর বাসের ধাক্কায় গুরুতর আহত হন বাবা। খবর পেয়ে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।