ঈদে চাঁদপুর কারাগারে বন্দিদের জন্য থাকবে যেসব খাবার
Published: 30th, March 2025 GMT
ঈদের দিন পরিবারের সঙ্গে সবারই নানা ধরনের পরিকল্পনা থাকে। তবে কারাবন্দিদের ইচ্ছে থাকলেও নেই সেই সুযোগ। তবে, তাদের জন্য কারা কর্তৃপক্ষ করে থাকে নানা আয়োজন।
এবারো ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলা কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। ইতোমধ্যে শেষ হয়েছে খাবারের সকল প্রস্তুতি।
রবিবার (৩০ মার্চ) বিকেলে চাঁদপুর কারাগারের জেলার মুহাম্মদ মুনির হোসাইন বলেন, ‘‘ঈদ উপলক্ষে বন্দিদের জন্য সকালে পায়েস, দুপুরে পোলাও, গরুর মাংস (অমুসলিমদের জন্য খাসি), মুরগির রোস্ট, মিষ্টি ও পান-সুপারির ব্যবস্থা করা হয়েছে। রাতে সাদা ভাত, রুই মাছ, ডাল ও সবজির আয়োজন করা হয়েছে।’’
কারা সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা কারাগারে বর্তমানে তিন ফাঁসির কয়েদিসহ ৫৬১ পুরুষ এবং ২০ জন নারী বন্দি রয়েছেন।
ঢাকা/অমরেশ/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ র জন য বন দ দ র
এছাড়াও পড়ুন:
ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতে মুসল্লিদের ঢল
বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামায়াত উপলক্ষে আজ সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা মসজিদের প্রাঙ্গণে ভিড় জমান।
মুসল্লিদের আধিক্যের কারণে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে আসা মুসলিমদের সুবিধার্থে মূল মসজিদ কমপ্লেক্সের বাইরে উত্তর ও দক্ষিণ পাশে দুটি প্যান্ডেল করা হয়। সেখানেও মুসল্লিরা নামাজ আদায় করেন। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান আলী (রহ.) মাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা খালিদ।
সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মাদ্রাসার প্রভাষক ও মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মাসুম বিল্লাহ।
প্রতিটি জামাতে মুসাল্লিদের উপচেপড়া ভিড় ছিল। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কোলাকুলি মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাদের। সব মিলিয়ে ঈদের জামাত উপলক্ষে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়। প্রথম জামাতে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।