বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংকে রিটেইল বিজনেস ডিভিশনে ভাইস প্রেসিডেন্ট বা তদূর্ধ্ব পদমর্যাদায় হেড অব কার্ড বিজনেস পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: হেড অব কার্ড বিজনেস

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কার্ড ডিভিশনে নেতৃত্বের পর্যায়ে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।

বয়স: ১২ এপ্রিল ২০২৫ তারিখে সর্বোচ্চ ৪৮ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: উল্লেখ নেই

আরও পড়ুনবেসরকারি ব্যাংক নেবে অফিসার, স্নাতক পাসে আবেদন২৯ মার্চ ২০২৫আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৫।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্মৃতি-আনন্দ-উচ্ছ্বাসে ভরে গেল স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫

স্মৃতির ভেলায় গৌরবের পথ ধরে সামনে এগিয়ে চলার প্রত্যয় নিয়ে স্মৃতি-আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠিত হলো স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫’। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) সকাল ৯টা থেকে স্টামফোর্ড ইউনিভার্সিটির ‘অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট ২০২৫’-এ রেজিস্ট্রেশনকৃত শত শত প্রাক্তন শিক্ষার্থীর উষ্ণ অভ্যর্থনায় ইউনিভার্সিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয় তাঁদের স্মৃতিবিজড়িত প্রাণের ক্যাম্পাসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

বেলা ১১টায় অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫-এর আহ্বায়ক অধ্যাপক জামাল উদ্দিন আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারাহ নাজ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক মো. ইউনুছ মিয়া এবং অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫-এ সভাপতিত্ব করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক এম ফিরোজ আহমেদ, ইউনিভার্সিটির ট্রেজারার, রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারহনাজ ফিরোজ বলেন, ‘আজ ইউনিভার্সিটির জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। যে আনন্দের আলো এবং উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ইউনিভার্সিটির প্রতিটি কোনায় কোনায়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের আজকের এই অবস্থানের পেছনে আপনাদের অবদান সবচেয়ে বেশি। এই বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন শেষে আপনারা ছড়িয়ে পড়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। আপনাদের এই ছড়িয়ে পড়া মানেই হচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটির ছড়িয়ে পড়া।

বেলা তিনটায় মধ্যাহ্নভোজের পর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫। বিজ্ঞপ্তি

আরও পড়ুননিউজিল্যান্ডের ‘টঙ্গারেওয়া স্কলারশিপ’, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সুযোগ১২ ঘণ্টা আগেআরও পড়ুনফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম, আইইএলটিএসে ৭ স্কোরে বৃত্তির আবেদন১৭ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • সাবমেরিন ক্যাবলসের ৯ মাসে মুনাফা কমেছে ১৭.৬১ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (২২ এপ্রিল ২০২৫)
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮টি কোর্সে সান্ধ্য মাস্টার্স
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি: বিষয় পছন্দক্রম শুরু, নির্ধারিত মেধাক্রমধারীদের সুযোগ
  • মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯ মাসে লোকসান কমেছে ৮.৪৩ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (২১ এপ্রিল ২০২৫)
  • মতিন স্পিনিংয়ের ৯ মাসে মুনাফা বেড়েছে ১৩৪.৬১ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (২০ এপ্রিল ২০২৫)
  • সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশের নিবন্ধন শুরু
  • স্মৃতি-আনন্দ-উচ্ছ্বাসে ভরে গেল স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫