পাঁচতলা ভবনে মিললো ‘জংলি’ ছবির পোস্টার
Published: 30th, March 2025 GMT
ঈদের সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে ছয়টি সিনেমা। এবার সিনেমা প্রোমোশনে কোনো কমতি রাখছেন না পরিচালক-প্রযোজকরা। প্রোমোশনের অংশ হিসেবে এবার ৬০ ফিট বিলবোর্ড লাগাতে দেখা গেল জংলি টিমকে।
শনিবার বিকেলে বেইলি রোডে ‘জংলি’ সিনেমার পোস্টার দিয়ে একটি ৬০ ফিট বিলবোর্ড লাগানো হয়েছে। এটি একটি ব্যতিক্রমী প্রচারণাও বলছেন অনেকে।
‘জংলি’ ছবিটি পরিচালনা করেছেন এম রাহিম, যিনি এর আগে ‘শান’ সিনেমা দিয়ে দারুণ সাড়া ফেলেছিলেন। সিনেমাটি অ্যাকশন ও সাসপেন্সের সংমিশ্রণে তৈরি হয়েছে, যেখানে গল্পের বাঁকবদল দর্শকদের চমকে দেবে। স্টাইলিশ ভিজ্যুয়াল ও রোমাঞ্চকর কাহিনির জন্য সিনেমাটি তরুণ দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদ প্রকাশ করেছেন নির্মাতা।
টাইগার মিডিয়ার কর্ণধার ও জংলির প্রযোজক জাহিদ হাসান অভি বলেন, সিনেমার সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব। সিনেমা কিভাবে আরও বিশেষভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারি সে লক্ষে কাজ করে টাইগার মিডিয়া। এবারের জংলি সিনেমার ক্ষেত্রে যতটা সম্ভব প্রচারণা চালাচ্ছি। তারা ধারাবাহিকতায় আমাদের বিলবোর্ড প্রচারণা।
সিয়াম আহমেদ বলেন, বিলবোর্ড সিনেমার প্রচারণা কিন্তু দারুণ একটি বিষয়। বেশ আগে এটা দেখতাম। এখন খুব একটা দেখা যায় না। জংলি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সেটা আবার দেখাচ্ছে এটা ভালো লাগছে। আমরা জংলি সিনেমার প্রচারণায় সব জায়গাতেই সামান্যতম হলেও নক দিতে চেয়েছি। আমার বিশ্বাস সেটা আমরা পেরেছি। এবার আমাদের সিনেমা হলে দেখা হওয়ার পালা। আশা করি কাল থেকে সিনেমা হলে জংলি দেখতে দর্শকদের দারুণ রেসপন্স পাবো।
এম রাহিম বলেন, সিনেমার গল্পের মত জংলির প্রচারণায়ও ইউনিক অনেক বিষয় নিয়ে আসছি আমরা। নানা ভাবেই প্রচারণা চালিয়েছি। বিলবোর্ড প্রচারণার মাধ্যমে আমরা ঢাকায় থাকা নাগরিকদের মাঝে সিনেমার বিষয়ে জানাতে চাইছি।
এর আগে ‘জংলি’ দেখার পর সার্টিফিকেশন বোর্ড এর অন্যতম সদস্য বরেণ্য নির্মাতা কাজী হায়াত বলেন, ‘জংলির গল্পের লাইনআপটা দুর্দান্ত লেগেছে আমার কাছে। সবচেয়ে বড় বিষয় হলো এই সিনেমায় ভিন্ন এক সিয়ামকে আমরা দেখলাম। এমন সিয়ামকে আমরা আগে দেখিনি। আরও যারা অভিনয় করেছেন তারাও ভালো করেছেন।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: স য় ম আহম দ কর ছ ন
এছাড়াও পড়ুন:
এসএসসি পরীক্ষা: এক কেন্দ্রের সব শিক্ষককে অব্যাহতি
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার দায়িত্ব থেকে একটি কেন্দ্রের সব শিক্ষককে অব্যাহতি দিয়েছে প্রশাসন।
সোমবার (২১ এপ্রিল) চুনারুঘাট সরকারি কলেজ কেন্দ্রে দাখিল বাংলা প্রথমপত্রের পরীক্ষা চলাকালে তাদের অব্যাহতি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী।
আরো পড়ুন:
নোয়াখালীতে দায়িত্বে অবহেলায় ১২ শিক্ষককে অব্যাহতি
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে মশাল মিছিল
তিনি জানান, সোমবার চুনারুঘাট সরকারি কলেজ কেন্দ্রে হাজী আলীম উল্লাহ সিনিয়র মাদরাসার শিক্ষার্থীদের দাখিল বাংলা প্রথমপত্রের পরীক্ষা ছিল। নিয়মিত কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে তিনি কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনকালে নৈর্ব্যত্তিক পরীক্ষার সময় অধিকাংশ শিক্ষার্থীকে একই সেটে পরীক্ষা দিতে দেখা যায়। অথচ, সরকারি নির্দেশনা অনুযায়ী ভিন্ন ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার কথা।
দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্রের সব শিক্ষককে (২৩ জনকে) পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।
এদিকে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকদের নাম-ঠিকানা জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। কেন্দ্র সচিব মাওলানা আফসার আহমেদ তালুকদারের মোবাইলে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা/মামুন/মাসুদ