গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
Published: 30th, March 2025 GMT
গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে ঈমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।
তবে, আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও মডেল মসজিদ প্রাঙ্গণ প্রস্তুত রাখা হয়েছে। সেখানে হবে ঈদের প্রধান জামাত।
ঈদের প্রধান জামাতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা অংশ নিবেন।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান আলম বলেন, ‘‘গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এখান নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে।’’
ঢাকা/বাদল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যৌন কেলেঙ্কারি থেকে ওভাল অফিসে
প্রায় দুই দশক হয়ে গেল ধারাবাহিকভাবে নিজেকে পপ কালচারের আলোচিত চরিত্র হিসেবে ধরে রেখেছেন কার্ডাশিয়ান। তাঁর প্রতিটি পদক্ষেপই যেন জন্ম দেয় আলোচনার। খুব কম তারকাই এতটা তারকাখ্যাতি সামলাতে পারেন, কিন্তু কার্ডাশিয়ান অন্য ধাতুতে গড়া। বিখ্যাত হওয়ার জন্যই যেন বিখ্যাত হয়েছেন তিনি।
এই এখন যেমন একটি মামলাকে কেন্দ্র করে আলোচনায় ৪৪ বছর বয়সী এই তারকা। ২০১৬ সালে প্যারিস ফ্যাশন উইকে গিয়ে ডাকাতের কবলে পড়েছিলেন। হোটেলকক্ষে সেই ডাকাতির ঘটনায় তাঁর কয়েক মিলিয়ন ডলারের অলংকার খোয়া যায়। কার্ডাশিয়ান অভিযোগ করেন, মাথায় অস্ত্র ঠেকিয়ে এসব অলংকার লুট করা হয়। চুরি যাওয়া অলংকারের মধ্যে ছিল কার্ডাশিয়ানের তখনকার স্বামী র্যাপার কানিয়ে ওয়েস্টের দেওয়া হীরার আংটি। এ ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করা হয়। ২৮ এপ্রিল প্যারিসে মামলাটির পরবর্তী শুনানি।
তারকাখ্যাতি
১৯৮০ সালের ২১ অক্টোবর লস অ্যাঞ্জেলেস কিম কার্ডাশিয়ানের জন্ম। বড় হতে নানা ধরনের ঘটনার সাক্ষী হন তিনি। ১৯৯১ সালে তাঁর বাবা দুঁদে আইনজীবী রবার্টের সঙ্গে মা ক্রিসের বিচ্ছেদ হয়ে যায়। আবার বিয়ে করেন মা। পাত্র ১৯৭৬ সালের অলিম্পিকে ডেকাথলনজয়ী ব্রুস জেনার। পরে ব্রুস আবার রূপান্তরিত হন। নাম হয় কেইলিন জেনার। বছর কয়েক পর কার্ডাশিয়ানের বাবা রবার্ট বিখ্যাত এক মামলা লড়েন। ১৯৯৫ সালে মার্কিন ফুটবল কিংবদন্তি ওজে সিম্পসনের বিরুদ্ধে সাবেক স্ত্রী ও তাঁর বন্ধুকে হত্যার অভিযোগ ওঠে। সিম্পসনের হয়ে রবার্টই মামলাটি লড়েন এবং সিম্পসনকে ছাড়িয়ে আনেন।