পবিত্র ঈদে পরিবর্তন সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার প্রদান
Published: 30th, March 2025 GMT
যুব নেতৃত্বাধীন অলাভজনক, সৃজনশীল, মানবকল্যানমুখী, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজ উন্নয়নমূলক সংগঠন চেঞ্জ ফাউন্ডেশন ও "পরিবর্তন" সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যয় আসন্ন ঈদে "ঈদ সামগ্রী উপহার-২০২৫" বিতরণ সম্পন্ন করেছে।
রবিবার ফতুল্লার বিভিন্ন এলাকায় নিম্ন মধ্যবিত্তদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম চালানো হয়। এসময় সুবিধা বঞ্চিতদের বাসায় যেয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেন সংগঠনের নেত্রীবৃন্দ।
এক প্রতিক্রিয়ায় চেঞ্জ ফাউন্ডেশনের সভাপতি লুতফর রহমান মুন্না বলেন, আমরা চেষ্টা করেছি একটা পরিবারের ঈদের সারাদিনের খাবার উপহার হিসেবে প্রদান করতে। বিগত বছরগুলোর মত ভবিষ্যতেও সুবিধা বঞ্চিতদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
আরেক প্রতিক্রিয়ায় "পরিবর্তন" সমাজকল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মোঃ এ এইচ আশু বলেন, যে সকল পরিবার অন্যের কাছ থেকে চেয়ে নিতে পারে না, এমন ১০০ পরিবারের মাঝে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী প্রদান করেছি।
পাশাপাশি আমাদের সদস্যদের যাকাত ফান্ড থেকে ফতুল্লা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের পয়ঃনিষ্কাশনের সাথে জড়িত ব্যক্তিবর্গ ও ছিন্নমুল পরিবারের মাঝে নগদ ২১,০০০ টাকা প্রদান করেছি।
ঈদ উপহার হিসেবে পোলাও চাল, মুগ ডাল, সয়াবিন তেল, ২ ধরনের সেমাই, চিনি, দুধ প্রদান করা হয়।
ই কার্যক্রমে অংশগ্রহণ করেন চেঞ্জ ফাউন্ডেশনের সভাপতি লুতফর রহমান মুন্না, সহ-সভাপতি এ্যডঃ মাহবুবুল হক ফোরকান, সাধারন সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন জুম্মন, সাংগঠনিক সম্পাদক মোঃ রনী শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সালাহ উদ্দিন হৃদয়, দপ্তর সম্পাদক মাওঃ সাব্বির আহমাদ তুহিন, নির্বাহী সদস্য মোঃ রমজান আলী। "পরিবর্তন" সমাজকল্যাণ সংস্থার সভাপতি তালুকদার আবদুল্লাহ আল ফারুক রিংকু, সাধারন সম্পাদক মোঃ এ এইচ আশু, অর্থ সম্পাদক মোঃ আল-আমীন আলী, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক শরিফুল ইসলাম তুষার প্রমুখ।
উল্লেখ্য চেঞ্জ ফাউন্ডেশন বিভিন্ন পেশাজীবীদের দ্বারা ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে সমাজের সুবিধা বঞ্চিতদের ব্যাতিক্রমভাবে সহযোগিতার পাশাপাশি মেডিক্যাল ক্যাম্প করা, মাদ্রাসায় কার্পেট প্রদান, সেহেরি-ইফতার সামগ্রী বিতরণ, শীতার্থদের শীতবস্ত্র বিতরণ, ঈদ উপহার প্রদান, অর্থনৈতিক সহযোগীতার মাধ্যমে স্বাবলম্বী করার চেষ্টা করে যাচ্ছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ঈদ পর ব র উপহ র ব তরণ
এছাড়াও পড়ুন:
সাত সপ্তাহ মাঠের বাইরে হল্যান্ড
ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে অন্তত সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের বিপক্ষে চোট পাওয়ার পর মাঠ ছাড়েন তিনি।
আগামীকাল প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ পেপ গার্দিওলা জানান, ‘দলীয় চিকিৎসকেরা আমাকে জানিয়েছেন, হল্যান্ডকে পাঁচ, ছয় কিংবা সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’
চলতি বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত নতুন ফরম্যাটে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই আসরের আগেই হল্যান্ডকে ফিট পাওয়ার আশা করছে ম্যানচেস্টার সিটি।
চোটের আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৮ ম্যাচে ২১ গোল করেছেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৩০ গোল করে চলতি মৌসুমেও সিটির আক্রমণের অন্যতম ভরসা ছিলেন তিনি। তাই তার অনুপস্থিতি ম্যানচেস্টার সিটির জন্য বড় ধাক্কা।
তবে খেলোয়াড়দের চোটের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলছেন কোচ গার্দিওলা। তিনি বলেন, ‘এর সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছি। মৌসুম জুড়েই এমনটা ঘটছে।’
তবে তিনি আশা করেন, হল্যান্ড দ্রুত সুস্থ হয়ে ফিরবেন, ‘আমাদের দলে যারা চোট পেয়েছে, তাদের জন্য সত্যিই দুঃখিত। আর্লিংয়ের জন্যও কষ্ট লাগছে। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি, যেন সে যত দ্রুত সম্ভব ফিরে আসতে পারে।’