ব্যতিক্রমী বাজারে ২ টাকায় ১০ রকমের পণ্য
Published: 30th, March 2025 GMT
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে বেড়ার শিক্ষার্থীদের উদ্যোগে বসেছিল ব্যতিক্রমী এক বাজার। বাজারে প্রায় ৮০০ অসহায় ও দরিদ্র মানুষ মাত্র দুই টাকায় ১০ রকমের পণ্য পেয়েছেন। শিক্ষার্থীদের ব্যতিক্রমী এ বাজারের নাম ‘দুই টাকায় আমেজ’।
আজ রোববার বেলা ১১টার দিকে বেড়া পৌর এলাকার সান্ডিয়ালপাড়া ঈদগাহ মাঠে বাজারের আদলে গড়ে তোলা বিভিন্ন স্টল থেকে দরিদ্রদের মধ্যে বিভিন্ন পদের ঈদ উপহার দেওয়া হয়। প্রতীকী দুই টাকার বিনিময়ে দেওয়া পণ্যের মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, চিনি, লবণ, সেমাই, সাবানসহ ১০ ধরনের পণ্য।
ঈদসামগ্রী বিতরণের এ কর্মসূচির আয়োজন করে ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’ নামের একটি সংগঠন। তাদের এ আয়োজনে অবশ্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পৃষ্ঠপোষকতা ও সহায়তার পাশাপাশি সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের অর্থায়ন ছিল।
বেলা ১১টায় শুরু হওয়া কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
প্রধান অতিথির বক্তব্যে শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘বেড়ার শিক্ষার্থীরা যেভাবে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে, সেভাবে একজনের বিপদে আরেকজনকে এগিয়ে আসতে হবে। আমরা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী নির্যাতনের মধ্যে ছিলাম। এখন পরিবর্তন এসেছে। আমাদের দেশের সব অসহায় মানুষের শিক্ষা, খাদ্য, বাসস্থানের ব্যবস্থার লক্ষ্যে কাজ করে যেতে হবে।’
সরেজমিনে দেখা যায়, সান্ডিয়ালপাড়া ঈদগাহ মাঠে বাজারের আদলেই বানানো হয়েছে স্টল। স্টলের টেবিলে থরে থরে সাজানো চাল, ডাল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, সাবান। সেখানে আসা নারী-পুরুষদের হাতে পর্যায়ক্রমে পণ্য তুলে দিচ্ছেন শিক্ষার্থীরা। পণ্যের দাম দুই টাকা নির্ধারণ করা থাকলেও কারও কাছ থেকে নেওয়া হচ্ছে না।
শিক্ষার্থীদের এমন উদ্যোগে খুশি নিম্ন আয়ের মানুষ। বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার রেখা খাতুন (৫০) বলেন, ‘ঈদের সামনে এতগুলা জিনিস পায়া খুব আনন্দ হতেছে। অভাবের সংসারে এসব জিনিস পায়া খুব উপকার হলো।’
শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের সভাপতি মেহেরাব হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা মিলে ভালো কিছু করার জন্য টিফিনের টাকা বাঁচিয়ে আমরা এই কার্যক্রম শুরু করেছিলাম। এখন অনেকেই আমাদের পাশে দাঁড়াচ্ছেন। আমাদের সংগঠনের সদস্যদের পাশাপাশি অনেক হৃদয়বান মানুষ সহায়তা করছেন বলেই আমরা এভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারছি।’
১০ বছর আগে বেড়ার ঐতিহ্যবাহী সরকারি বিপিন বিহারি পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী মিলে গঠন করে ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’ নামের একটি সংগঠন। তারা টিফিনের টাকা বাঁচিয়ে অসহায়দের সহায়তা দেওয়া শুরু করে। মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে তাদের আগ্রহে মুগ্ধ হয়ে অনেক সচ্ছল ও ধনাঢ্য ব্যক্তি তহবিল সংগ্রহে এগিয়ে আসেন। বর্তমানে সংগঠনটির সঙ্গে উপজেলাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী যুক্ত হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স গঠন র
এছাড়াও পড়ুন:
বিয়েকাণ্ডে পদচ্যুত ফয়সাল, বাঙলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব হাফিজ
বিয়েকেন্দ্রিক বিতর্কিত ঘটনার জেরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) বাঙলা কলেজ শাখার সদস্য সচিব ফয়সাল রেজাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদল এই সিদ্ধান্ত গ্রহণ করে।
সোমবার (২১ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র রক্ষার্থে এই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছিল।
এ ছাড়াও, ফয়সালের স্থানে হাফিজুর রহমান হাফিজকে বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।
ঢাকা/এনএইচ