পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শপিংমল থেকে শুরু করে ফুটপাতের দোকান, এমনকি অস্থায়ীভাবে দেওয়া মেহেদির দোকানগুলো এখন জমজমাট। কিশোরী-তরুণীরা হাত রাঙাতে ভিড় জমাচ্ছেন এসব দোকানে।

প্রতি বছরের মতো এবারও ঈদ আসার সঙ্গে সঙ্গে মেহেদি শিল্পীদের ব্যস্ততাও বেড়েছে। 

রবিবার (৩০ মার্চ) রাজধানীর দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, বাসাবো, মালিবাগ, মৌচাক ও মগবাজার এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানী ফরচুন শপিংমলসহ বিভিন্ন শপিংমলের সামনে অস্থায়ী মেহেদির দোকান বসেছে। এসব দোকানে ২০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের নকশা পাওয়া যাচ্ছে। 
এ ছাড়া ফুটপাতেও অনেক অস্থায়ী মেহেদির দোকান বসেছে। 

শুধু বাংলাদেশেই নয়, উপমহাদেশে ঈদে হাত মেহেদির রঙে রাঙানোর প্রচলন রয়েছে। আধুনিক ডিজাইন ও আরবি নকশার মেহেদির চাহিদা বেশি থাকায় শিল্পীরা নতুন নতুন ডিজাইন তৈরি করছেন। মেহেদি শিল্পীরা জানান, ঈদের সময় তাদের আয় কয়েকগুণ বেড়ে যায়। সাধারণ দিনে যেখানে ৫ থেকে ১০ জন ক্রেতা পাওয়া যায়, ঈদের সময় সেখানে শতাধিক ক্রেতার হাত তাদের রাঙানোর সুযোগ হয়।

মেহেদি শিল্পীদের মতে, এই মৌসুমই তাদের জন্য সবচেয়ে লাভজনক। তবে ক্রেতাদের সতর্ক থাকা উচিত নকল বা নিম্নমানের মেহেদি থেকে, যা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ভালো মানের মেহেদি ব্যবহার করা উচিত বলে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
দক্ষিণ বনশ্রীতে হাতে মেহেদির নকশা করতে আসা স্কুলছাত্রী সুমাইয়া বলেন, ঈদের শপিং শেষ, এখন মেহেদি লাগানো বাকি। মেহেদি লাগালেই ঈদের পুরো প্রস্তুতি শেষ হবে।
 
ফরচুন শপিংমলে মেহেদি পরতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আফরিন বলেন, প্রতিবছর ঈদের আগের দিন রাতে বাসায় মেহেদি পরতাম। এবার এখানে এসেছি।

আমার হাত ভরে সুন্দর ডিজাইন চাই। তাই বন্ধুদের সঙ্গে হাতে মেহেদির নকশা আঁকাতে এসেছি। বলেন স্কুলছাত্রী তাসফিয়া। 
 

ঢাকা/এনটি//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শিবচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মাদারীপুরের শিবচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছের আরো দুইজন।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– শিবচর উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার ও শরীয়তপুরের জাজিরা উপজেলার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী।

আরো পড়ুন:

অসুস্থ স্ত্রীর কাছে পৌঁছানো হলো না কনস্টেবল রনির

ঈদের দিন আট জেলায় সড়কে ঝরল ১৬ প্রাণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জান যায়, বেপরোয়া গতিতে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, ‘‘মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।’’

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ