ফিরেই মেসির গোল, শীর্ষে উঠলো মায়ামি
Published: 30th, March 2025 GMT
ইনজুরি কাটিয়ে ফিরেই ইন্টার মায়ামি হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন লিওনেল মেসি। স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) রাতে তার গোলে ভর করে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে মায়ামি। আর এই জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে হেরন্সরা।
এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মেসি। নেমে মাত্র দুই মিনিটের মধ্যেই দুর্দান্ত এক গোল করেন। লুইস সুয়ারেজের কাছ থেকে পাস পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। তার এই গোলে ভর করে ইন্টার মিয়ামি ২-০ ব্যবধানে এগিয়ে যায়। এটি ছিল চলতি মৌসুমে মেজর লিগে মেসির তৃতীয় ম্যাচে দ্বিতীয় গোল। এই মৌসুমে এমএলএস-এ তিনি এখন পর্যন্ত যে তিনটি ম্যাচ খেলেছেন, প্রতিটিতেই গোল বা অ্যাসিস্ট করে দলকে সহায়তা করেছেন।
তার আগে ম্যাচের ২৩ মিনিটে রবার্ট টেইলরের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। টেইলরকে এই গোলে অ্যাসিস্ট করেন বেঞ্জামিন ক্রেমাসচি ও জর্দি আলবা। ম্যাচের ৮০ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে একটি গোল শোধ দেন ড্যানিয়েল গাজদাগ। তবে শেষ পর্যন্ত ইন্টার মায়ামি তাদের লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে।
আরো পড়ুন:
মেসি-মার্তিনেজবিহীন আর্জেন্টিনা হারিয়ে দিল উরুগুয়েকে
ভোরে মাঠে নামছে মেসিহীন আর্জেন্টিনা
মেসি কিছুদিন ধরে ঊরুর সমস্যায় ভুগছিলেন। দুই সপ্তাহ আগে ইন্টার মায়ামির একটি ম্যাচে এই ইনজুরিতে পড়েছিলেন তিনি। তবে এই সময়ের মধ্যে ইন্টার মায়ামির কোনো ম্যাচ না খেলায় তিনি কেবল আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোই মিস করেছেন।
আগামী শনিবার ফিলাডেলফিয়া ইউনিয়ন তাদের ঘরের মাঠে অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলবে। আর ইন্টার মায়ামি বুধবার (০২ এপ্রিল) লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে এবং পরবর্তী রোববার (০৬ এপ্রিল) টরন্টো এফসির বিপক্ষে এমএলএস ম্যাচে মাঠে নামবে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ইন ট র ম য় ম
এছাড়াও পড়ুন:
অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়ে সরকার।
এই সিদ্ধান্তের পর বুধবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে শিক্ষার্থীরা অনশনস্থল থেকে নিজ নিজ হলে ফিরে যান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।
শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল থেকে তারা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এরপর গত সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন।