র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, তাঁর সংস্থা সারা দেশে নিরাপত্তাবলয় তৈরি করেছে। রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তাবলয় থাকবে। সারা দেশে র‍্যাবের টহল টিম কাজ করে যাচ্ছে।

আজ রোববার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথাগুলো বলেন শহিদুর রহমান।

র‍্যাবের মহাপরিচালক বলেন, ঢাকাসহ সারা দেশে র‍্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঈদের সময় অনেক নারী ও পুরুষ বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরতে যান। এসব পর্যটন স্থানগুলোতেও র‍্যাবের নিরাপত্তাবলয় থাকবে, যাতে কোনো ধরনের যৌন হয়রানি কিংবা ইভ টিজিংয়ের মতো ঘটনা না ঘটে।

শহিদুর রহমান বলেন, ঈদের সময় ঢাকা কিছুটা ফাঁকা হয়। এ সময়ে বাসাবাড়িতে চুরি কিংবা দস্যুতা যাতে না ঘটে, সে ব্যাপারে র‍্যাব সতর্ক দৃষ্টি রাখছে।

র‍্যাব মহাপরিচালক বলেন, রমজান মাসের শুরু থেকেই তাঁরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেন। রমজান মাসের শুরুতে মার্কেটগুলোয় বেচাকেনা বাড়ে, অনেক টাকার লেনদেন হয়। এ সময় বেড়ে যায় ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ। এ জন্য তাঁরা রমজান মাসের শুরু থেকে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

শহিদুর রহমান বলেন, জাল টাকা, মলম পার্টিসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধেও তাঁরা নিরাপত্তাব্যবস্থা নিয়েছেন। যেন সবাই ঈদ উপভোগ করতে পারে, সে জন্য তাঁদের সব প্রচেষ্টা অব্যাহত আছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভোলায় ধর্ষণের অভিযোগে থানা হাজতে আটক ব্যক্তির ‘আত্মহত্যা’

ভোলা সদর মডেল থানার হাজতে ধর্ষণের অভিযোগে আটক এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে থানা হাজতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, হাজতে থাকা জায়নামাজ দিয়ে তিনি ‘আত্মহত্যা’ করেছেন।

ওই ব্যক্তির নাম মো. হাসান। তাঁর বাড়ি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের একটি গ্রামে। প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গতকাল তাঁকে আটক করে থানা–পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মারা যাওয়া হাসান গতকাল বেলা তিনটার দিকে এক প্রতিবেশীর বাড়িতে রেফ্রিজারেটরে মাংস রাখতে যান। এ সময় তাঁর বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। এরপর এলাকাবাসী হাসানকে ধরে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসানকে আটক করে সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পর রাত আটটার দিকে তাঁকে থানা-হাজতে রাখা হয়। সেখানে রাত ১২টা ১৮ মিনিটে হাজতে থাকা জায়নামাজ দিয়ে তিনি ‘আত্মহত্যা’ করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘থানার সিসিটিভির ফুটেজে এ রকম দৃশ্য দেখা গেছে। ধর্ষণের শিকার গৃহবধূ এখন ভোলার একটি হাসপাতালে চিকিৎসাধীন।’

সম্পর্কিত নিবন্ধ