অসহায় সিয়ামের পাশে আনছর আলী, উপহার দিলেন ইজিবাইক
Published: 30th, March 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোয়ালপাড়া এলাকার শাহিন মিয়ার ছেলে সিয়াম মিয়া। সিয়ামের বাবা শুধু কাগজে কলমে থাকলেও বাস্তবে তার কোন অস্তিত্ব নেই।
সিয়ামের যখন যখন জন্ম হয় তখন বাবা শাহিন মিয়া তাকে ও তার মা মায়শারা বেগমকে ফেলে অন্যত্র চলে যায়। তারপর থেকে শাহিন ছেলে ও স্ত্রীর কোন খোঁজ খবর নেয়নি। কিছুদিন পর সিয়ামের মায়েরও বিয়ে হয়ে যায় অন্যত্র।
এরপর থেকেই শাহীন বড় হয় তার নানা নানীর কাছে। নানা নানীর অভাবের সংসারে পেরোনো হয়নি প্রাথমিকের গন্ডি। নানা নানীর বয়স হয়ে যাওয়ায় তাদের পক্ষে সংসারের খরচ চালানো সম্ভব হয় না। সংসারের হাল ধরেন সিয়াম।
তাইতো কয়েক মাস আগে জীবিকার জন্য স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে একটি ইজিবাইক কেনেন সিয়াম। ইজিবাইক চালিয়ে এনজিওর ঋণের কিস্তি দিয়ে তাদের তিনজনের সংসার ভালই চলছিল। কথায় আছে অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়।
একমাস যেতে না যেতেই ইজিবাইকটি দূর্ঘটনায় পুরোপুরি বিকল হয়ে যায়। একদিকে এনজিও’র ঋণের টাকা আরএকদিকে সংসারের খরচ চালাতে দিশেহারা যখন সিয়াম ও তার নানা নানী।
তখনই অসহায় সিয়ামের এই দূর্দশা জানতে পেরে পাশে দাড়িয়েছেন আনছর আলী নামে স্থানীয় এক সমাজসেবক। সিয়ামকে নতুন একটি ইজিবাইক কিনে নিয়ে পূনরায় তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।
ইজিবাইক পেয়ে আবেগ আপ্লুত হয়ে সিয়াম মিয়া বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে ইজিবাইকটি কিনেছিলাম। এক্সিডেন্ট করে আমার ইজিবাইকটি নষ্ট হয়ে যায়। আমিও অনেক ব্যাথা পেয়েছি। কিস্তির টাকা কিভাবে পরিশোধ করবো সেটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তাছাড়া সামনে ঈদ। এখনো কিছুই কিনিনি।
আনছর আলী কাকা আমার বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক আমাকে একটি নতুন ইজিবাইক কিনে দিয়েছেন। অটো দিয়ে আমি এখন ঋণের টাকাও পরিশাধ করতে পারবো ও সংসার চালানো যাবে।
সিয়ামের নানা সিদ্দিক মিয়া বলেন, আমার নাতীডারে আমরা অনেক কষ্ট কইরা মানুষ করছি। কয়দিন আগে নাতীডায় এক্সিডেন্ট কইরা অটো ভাইঙ্গা গেছে। কিস্তির টাকাও দিতে পারতাছিল না। তহন আনছর আলী বাপজানে আমার নাতিরে একটা অটো কিন্না দিছে। আল্লাহ তারে আরো বড় করুক।
আনছর আলী বলেন, আমি যখন শুনেছি সিয়াম ছেলেটি অসহায়। তাৎক্ষনিক তার কর্মসংস্থ্যানের জন্য নতুন একটি ইজিবাইক কিনে দিয়েছি। যাতে সারা বছর এটা দিয়ে সে সংসার চালাতে পারে আর কিস্তির টাকা পরিশোধ করতে পারে।
.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ এনজ ও
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে আনছর আলীর ঈদ সামগ্রী পেল সাড়ে ৩শ’ পরিবার
রূপগঞ্জে পূর্বাচল দুস্থ্য সমাজ কল্যাণ সংস্থ্যার আয়োজনে সমাজসেবক আনছর আলীর অর্থায়নে সাড়ে ৩’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার দড়িগুতিয়াবো এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মাঝে ছিল গরুর মাংস, পোলাও চাল, সেমাই, চিনিসহ নানা প্রকার সামগ্রী।
কথা হয় ঈদ সামগ্রী পাওয়া কয়েকজনের সঙ্গে তারা বলেন, রোজার আগেও আনছর আলী আমাদের রমজানের জন্য যা যা দরকার সবকিছু দিয়েছে। ঈদের আগেও ঈদ সামগ্রী আমাদেরকে দেওয়া হচ্ছে। আল্লাহ আনছর আলী বাপজানরে আরো দিবো। ঈদের আগেও আর কেউ আমাগো খবর তো নিল না।
কথায় হাফিজা বেগমের সঙ্গে তিনি বলেন, বাবাগো কত নেতা দেখলাম কেউ তো ঈদের আগে আমাগো কিছু দিল না। কিন্তু আনছর আলী আমাগো সবসময়ই সহযোগীতা করে। করোনার সময়ও আমাগো সহযোগীতা করছে অনেক। আল্লাহ তারে বাচাঁয় রাখুক।
সমাজসেবক আনছর আলী বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছি। ভবিশ্যতেও থাকবো। আল্লাহ আমাকে যা দিয়েছে তা দিয়ে আমি মানুষের পাশে থাকতে চাই সবসময়।
করোনাকালীন সময়ও আমি প্রায় ২০ হাজার মানুষকে সহযোগীতা করেছি। রজমানের আগেও মানুষের বাড়ি বাড়ি রমজানের খাবার সামগ্রী পৌছেঁ দিয়েছি। সামনেই ঈদ তাই আমার ইউনিয়নের ৩৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছি।