অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য রাজধানীতে ঈদ উদযাপন করবেন। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ঢাকায় ঈদের নামাজ আদায় করে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করতে নিজ নিজ এলাকায় যাবেন। 

সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান উপদেষ্টা ড.

মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করবেন।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ঢাকায় ঈদ করবেন। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন; বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন; অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ; পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল; স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী; গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার; সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকায় ঈদ করবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম; নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন; সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী; শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ অন্য উপদেষ্টারাও রাজধানীতে ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান রাইজিংবিডিকে বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার রাজধানীতে ঈদের নামাজ  আদায় করবেন। এর পরে নিজ জেলা মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাবেন। সেখানে আত্মীয়-স্বজন ও স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেছেন, উপদেষ্টা ফারুক-ই-আজম স্যার রাজধানীতে ঈদের নামাজ আদায় করবেন। পরে তিনি চট্টগ্রামের হাটহাজারী এলাকায় আত্মীয়-স্বজন ও স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। 

ঢাকা/এএএম/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঈদ র ন ম জ র উপদ ষ ট কর মকর ত ঢ ক য় ঈদ সরক র

এছাড়াও পড়ুন:

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

বুধবার (২ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা দরকার।
 
সংবাদ সম্মেলনে বলা হয়, বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের প্রথম দিন ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন তিনি। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন।

আরো পড়ুন:

প্রধান উপদেষ্টাকে ঈদ-নিরাপত্তার বিষয়ে জানিয়েছেন সেনাপ্রধান

জাতিসংঘ শূন্য বর্জ্য দিবস
অধ্যাপক ইউনূসকে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের অভিনন্দন

আরো বলা হয়, সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে।

সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছ প্রধান উপদেষ্টার। সম্মেলনে তিনটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথাও রয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

ঢাকা/হাসান/রাসেল

সম্পর্কিত নিবন্ধ