ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আছে শুধু একটি হাত, বাকি শরীর চাপা পড়ে আছে। হাতের কবজির ওই অংশটুকু দেখেই মাকে চিনতে পেরেছেন ছেলে। মায়ের নিথর হাত মুঠো করে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

অনলাইনে ভেসে বেড়ানো এই ভিডিও ফুটেজ মিয়ানমারের। গত শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এশিয়ার এই দেশ কেঁপে ওঠে। ভূমিকম্পে ধসে পড়ে বহু ভবন ও স্থাপনা। এখন পর্যন্ত ১ হাজার ৬০০–এর বেশি মানুষের মৃত্যুর খবর দিয়েছে দেশটির জান্তা সরকার।

ভিডিও ফুটেজে মায়ের হাত ধরে কাঁদতে থাকা ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘মা, আমি আপনার ছেলে, আপনার নামে ধাম পাঠ করছি।’

এরপর মায়ের হয়ে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘দয়া করে আমার ব্যাপারে নিশ্চিন্তে থাকুন। আপনি যেখানে চান না, তেমন কোনো স্থানে আমি যাব না। আমি বোকার মতো কোনো কাজ করব না। আমি ভালো থাকব, দয়া করে আমার ব্যাপারে নিশ্চিন্তে থাকুন।’

আরও পড়ুনভূমিকম্পের দ্বিতীয় দিনে মিয়ানমার-থাইল্যান্ডে এখন পর্যন্ত যা জানা গেল১৯ ঘণ্টা আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তি নিজেকে রাজধানী নেপিডোর একজন বাসিন্দা বলে বর্ণনা করেন। তবে ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনমিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬০০ ছাড়াল১৯ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ ম কম প

এছাড়াও পড়ুন:

বিয়েকাণ্ডে পদচ্যুত ফয়সাল, বাঙলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব হাফিজ

বিয়েকেন্দ্রিক বিতর্কিত ঘটনার জেরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) বাঙলা কলেজ শাখার সদস্য সচিব ফয়সাল রেজাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদল এই সিদ্ধান্ত গ্রহণ করে।

সোমবার (২১ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র রক্ষার্থে এই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছিল।

এ ছাড়াও, ফয়সালের স্থানে হাফিজুর রহমান হাফিজকে বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।
 

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ