বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। মানসিকভাবে প্রস্তুত না থাকায় তিনি চুক্তিতে থাকতে চান না বলে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন। তার অনুরোধ অনুযায়ী বিসিবি ইতোমধ্যে নাম তালিকা থেকে বাদ দিয়েছে।  

গত ৭ মার্চ বিসিবি নারী উইং ইমেইলের মাধ্যমে তার অবস্থান জানতে চায়। জবাবে জাহানারা জানান, তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত নন এবং চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেন।  

বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি আগেই জানিয়েছিলাম, যেন আমাকে চুক্তিতে না রাখা হয়। বিসিবি আবার যোগাযোগ করায় পুনরায় জানিয়ে দিয়েছি যে জাতীয় দলে ফেরার জন্য আমি এখনো প্রস্তুত নই। আরও সময় প্রয়োজন, তাই চুক্তি থেকে বাদ দেওয়ার অনুরোধ করেছি।’

জাহানারা বর্তমানে সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলছেন। ক্লাবের আমন্ত্রণে তিনি সেখানে গেছেন এবং বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।  

২০১১ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই পেসার বাংলাদেশের হয়ে ৫২টি ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০২৪ সালের জুলাইয়ে জাতীয় দলে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেললেও ওয়ানডে দলে ছিলেন দর্শকের ভূমিকায়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ হ ন র আলম অন র ধ

এছাড়াও পড়ুন:

দারুসসালামে ঈদের দিন ধর্ষণের শিকার কিশোরী

রাজধানীর দারুসসালাম এলাকার একটি আবাসিক হোটেলে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। সোমবার ঈদের দিনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দারুসসালাম থানার ওসি রকিব উল হাসান সমকালকে বলেন, এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে। ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। 

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, শাহ আলী এলাকায় থাকে মেয়েটি। সে একটি পোশাক কারখানায় কাজ করে। সোমবার দুপুরে অভিযুক্ত যুবক তার বোনের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে কিশোরীকে নিয়ে যায়। পরে কৌশলে তাকে গাবতলীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। বাসায় ফিরে মেয়েটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। তখন তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, ধর্ষণে অভিযুক্ত যুবকের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল।

সম্পর্কিত নিবন্ধ