আমাকে এসবে জড়াবেন না: ব্রাজিলের নতুন কোচ কে হবেন, তা নিয়ে নেইমার
Published: 30th, March 2025 GMT
দরিভাল জুনিয়র ছাঁটাই হওয়ার পর এখন নতুন কোচের সন্ধানে আছে ব্রাজিল। এর মধ্যে ব্রাজিলের সম্ভাব্য নতুন কোচ হিসেবে একাধিক নামও সামনে এসেছে। দৌড়ে কার্লো আনচেলত্তি এগিয়ে থাকলেও লড়াইয়ে আছেন হোর্হে জেসুস ও ফিলিপে লুইসের মতো নামও।
এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও, এই তিনজনের মধ্য থেকেই হয়তো কেউ একজন কোচ হিসেবে ব্রাজিলের ডাগআউটে আসতে যাচ্ছেন। ব্রাজিলের নতুন কোচ নিয়োগ সম্প্রতি মতামত জানতে চাওয়া হয়েছিল নেইমারের কাছ থেকেও। তবে বিষয়টি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক এই বার্সেলোনা তারকা।
ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে যাঁরা এগিয়ে আছেন, তাঁদের মধ্যে আনচেলত্তির অধীনে কখনো খেলেননি নেইমার। জেসুসের অধীনে নেইমার খেলেছেন আল হিলালে। আর ফিলিপে লুইসকে নেইমার কোচ নয়, পেয়েছিলেন সতীর্থ হিসেবে। জেসুসের অধীনে খেললেও সেই সময়টা কিন্তু নেইমারের ভালো যায়নি। এমনকি কথার লড়াইয়েও জড়িয়ে পড়েন দুজন।
আরও পড়ুনআনচেলত্তি না এলে ‘প্ল্যান বি’তে যাঁকে কোচ বানাতে চায় ব্রাজিল২৮ মার্চ ২০২৫নেইমারকে সৌদি চ্যাম্পিয়নশিপের জন্য নিবন্ধিত না–করা জেসুস তাঁকে নিয়ে বলেছিলেন, ‘আমরা যে মানের ফুটবল খেলছি, নেইমার সেই জায়গায় নেই।’ জেসুসের এই কথা ভালোভাবে নিতে পারেননি নেইমার। কোচের ওপর মনঃক্ষুণ্ন হয়ে নেইমার তখন বলেছিলেন, ‘হোর্হে জেসুসের ওপর আমার রাগ হয়েছিল, যখন তিনি বলেছিলেন, দলের বাকিদের মতো আমি একই অবস্থায় নেই।’
সেই একই কোচকে এখন ব্রাজিল ডাগআউটে নিয়ে আসার পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে কী ভাবছেন, জানতে চাইলে এক পডকাস্টে নেইমারের উত্তর ছিল এমন, ‘এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে এসবের মধ্যে জড়াবেন না। আমি এখন বাইরে।’
হোর্হে জেসুসও আছেন ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: নত ন ক
এছাড়াও পড়ুন:
আবাহনী-কিংস ফাইনালে ঝড়ে উড়ে গেল ডাগআউট, লন্ডভন্ড প্রেসবক্স
ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী-বসুন্ধরা কিংস প্রথমার্ধে সমান তালে লড়াই করেছে। ৪৫ মিনিট শেষে স্কোরলাইনও সমান,১-১। কিন্তু বিরতির পর ঝড়-বৃষ্টির হানায় ম্যাচ বন্ধ হয়ে যায়। ঝড়ের তাণ্ডবে উড়ে যায় ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের অস্থায়ী ডাগআউট। লন্ডভন্ড হয়ে যায় প্রেসবক্স।
এমনিতেই প্রেস বক্সের চারপাশে নেই কোনো দেয়াল। মাথার ওপর একটা টিনের চাল আর বসার মতো প্লাস্টিকের চেয়ার ছাড়া উল্লেখ করার মতো তেমন কিছু নেই। তারপরও প্রথমার্ধের লড়াইটা ছিল উপভোগ্য। কিন্তু বেরসিক বৃষ্টি সবকিছু এলোমেলো করে দেয়।
লন্ডভন্ড হয়ে গেছে প্রেস বক্স