সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবীর খান বলেছেন, এবার সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর আছে। তাই, ঈদযাত্রা স্বস্তির হচ্ছে। আশা করছি, ফেরার সময়েও কোনো ভোগান্তি হবে না।

রবিবার (৩০ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে কাউন্টারে থাকা স্টাফ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। তিনি যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়ার বিষয়ে খোঁজ-খবর নেন।

এ সময় হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাস মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে জেলা ও হাইওয়ের পুলিশ নিরলসভাবে কাজ করছে।

ঢাকা/হাসান/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

মেসির দেহরক্ষীকে নিষেধাজ্ঞা

দিনের প্রায় ২৪ ঘণ্টাই লিওনেল মেসির নিরাপক্ষা নিশ্চিত করেন দেহরক্ষী ইয়াসিন চুকো। মেসির পরিবারকে নিরাপদে রাখতে পালাক্রমে নিরাপত্তা দিয়ে থাকে ইয়াসিনের ৫০ সদস্যের একটি দল।

কিন্তু যেখানে মেসির সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগার সম্ভাবনা বেশি, সেই মাঠেই দেহরক্ষী ইয়াসিনকে নিষিদ্ধ করা হয়েছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ও ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম এই তথ্য জানিয়েছে।

ইয়াসিনকে মাঠে নিষেধাজ্ঞা দেওয়ায় এখন থেকে তিনি আর ইন্টার মায়ামির ম্যাচ চলাকালীন সাইডলাইনে থাকতে পারবেন না। এই নিষেধাজ্ঞা মেজর লিগ সকারের (এমএলএস) পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেও বলবৎ থাকবে। তবে ইয়াসিন ইন্টার মায়ামির ড্রেসিং রুম ও মিক্সড জোনে মেসির পাশে থাকতে পারবেন।

মাঠে মেসিকে এভাবেই রক্ষা করেন দেহরক্ষী ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ