Samakal:
2025-04-01@08:35:18 GMT

কী দেখবেন, কোথায় দেখবেন

Published: 30th, March 2025 GMT

কী দেখবেন, কোথায় দেখবেন

দিন যত বাড়ছে, ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তাও তত বাড়ছে। বাড়ছে বাংলা ওয়েব কনটেন্টের জনপ্রিয়তাও। অ্যাকশন, থ্রিলার, মার্ডার মিস্ট্রি, ভিন্ন গল্পে প্রতিনিয়তই আসছে নতুন সব ওয়েব ফিল্ম ও সিরিজ; যেগুলোর নেশায় মজে থাকছেন প্রায় সব শ্রেণির দর্শক। ঈদুল ফিতর সামনে রেখে ওটিটি প্ল্যাটফর্ম হইচই, বঙ্গ, চরকি, দীপ্ত প্লে, আইস্ক্রিনে থাকছে নানা আয়োজন।

চরকি
মাইশেলফ অ্যালেন স্বপন ২: ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ হচ্ছে ২০২৩ সালে মুক্তি পাওয়া সর্বাধিক আলোচিত একটি কনটেন্ট। এটি ২০২২ সালের জনপ্রিয় সিরিজ ‘সিন্ডিকেট’-এর স্পিন-অব সিকুয়াল। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন নাসির উদ্দিন খান এবং ‘অ্যালেন স্বপন’-এর স্ত্রীর চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

এবার জানা গেছে, ঈদে আসছে চরকি অরিজিনাল ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজ। চট্টগ্রামের মাদক কারবারি থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূলহোতা, সেই গল্প নিয়ে গড়ে উঠেছিল মাইশেলফ অ্যালেন স্বপন সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর; বদলাতে পারে কাজের ধরনও। ‘অ্যালেন স্বপন’ চরিত্রে এবারও আছেন নাসির উদ্দিন খান।

এ সিজনে ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি আরও ভয়ংকররূপে হাজির হবে। চরিত্রটির যে দুষ্টু স্বভাব, তার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও। সিরিজটি আবারও নির্মাণ করেছেন শিহাব শাহীন। এদিকে প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনেও। এ ছাড়া আরও যুক্ত হচ্ছেন নতুন অভিনয়শিল্পীও।

হইচই
ঈদ উপলক্ষে গত শুক্রবার হইচইতে মুক্তি পেয়েছে আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’। এই সিরিজে প্রধান চরিত্রে জয়া আহসান অভিনয় করেছেন নিম্নপদস্থ এক সরকারি কর্মকর্তার চরিত্রে, যিনি গত দশ বছরেও পদোন্নতি পাননি। গল্পে উঠে এসেছে তাঁর আর্থিক সংকট এবং নৈতিক সংকট, যা দেখে বেশ উপভোগ করবেন দর্শক– এমনটিই মনে করছেন সিনে-বিশ্লেষকরা। এ ছাড়াও এই মাধ্যমে শুক্রবার মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘এই রাত তোমার আমার’। এতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত, অপর্ণা সেন। 

বঙ্গ
যারা রোমান্টিক কমেডি পছন্দ করেন তাদের জন্য এই ঈদে মুক্তি পেতে চলেছে কাজল আরেফিন ওমির পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম হাউ সুইট। এ ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এ ছাড়া তাদের পাশাপাশি আরও অভিনয় করেন পাভেল, সুষমা সরকার, আরফান মৃধা শিবলুসহ অনেকে।

আইস্ক্রিন
শবনম বুবলী এবার ঈদে বড়পর্দায় আসবেন সিয়াম আহমেদের বিপরীতে ‌‘জংলি’ সিনেমায়। পাশাপাশি ওটিটিতেও দেখা মিলবে তাঁর। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ওয়াজেদ আলী সুমন নির্মাণ করেছেন ‘ছায়া’। তাতে কাজ করেছেন বুবলী। বিপরীতে আছেন আসিফ নূর। ২০২৩ সালে শুটিং হওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে। এতে দুই শিশুর চরিত্রে অভিনয় করেছেন সিমরিন লুবাবা ও অর্ণিল, অন্যান্য চরিত্রে পল্লব, শবনম বুবলী, আসিফ নূর প্রমুখ। ঈদের দিন আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি।

দীপ্ত প্লে
দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে দর্শকের মনোরঞ্জনের কথা ভেবে একাধিক সিনেমা নিয়ে ঈদ আয়োজন সাজিয়েছে। তারা দেখাবে তুরস্কের ৫টি সিনেমা। এগুলো হলো– ‘ডাব্বে ৪’, ‘হুইস্পার ইফ আই ফরগেট’, ‘গার্লস রোবারি’, ‘মাই সন’, ‘এ ইউনিক লাইফ’। তুর্কি ভাষা থেকে বাংলায় ডাবিং করে দেখানো হবে সিনেমাগুলো। তুর্কি সিনেমাগুলোর বাংলা ডাবিংয়ে ছিলেন দীপ্ত কণ্ঠাভিনয় টিম ও দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।

নেটফ্লিক্স
ঈদ উপলক্ষে ৩ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে চিকিৎসাভিত্তিক নতুন সিরিজ ‘পালস’। এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে মায়ামির একটি হাসপাতাল ঘিরে। সারাহ বয়েড পরিচালনায় নির্মিত এ সিরিজে অভিনয় করেছেন উইলা ফিটজেরাল্ড, জাস্টিনা ম্যাচাডো, জ্যাক ব্যাননসহ আরও অনেকে। ৪ এপ্রিল মুক্তি পাবে নয়নতারা, সিদ্ধার্থ ও মাধবন অভিনীত তামিল সিনেমা ‘টেস্ট’।

সিনেমাটি পরিচালনা করেছেন এস শশিকান্ত। সিনেমাটি নির্মিত হয়েছে এক ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে; যেখানে দেখা যাবে চেন্নাইয়ে অনুষ্ঠিত একটি ঐতিহাসিক আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচের সময় তিনজন মানুষের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, যা শেষ পর্যন্ত তাদের জীবন পরিবর্তনকারী কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। গত শুক্রবার এই মাধ্যমে মুক্তি পেয়েছে ইংরেজি সিনেমা ‘দ্য লেডিস কম্পানিয়ন’। এতে অভিনয় করেছেন নাদিয়া ডি সান্তিয়াগো, আলভেরো মেল, ত্রিস্টান উলোয়া, ক্যান্ডেলা প্রাডাস। আরও এসেছে শহীদ কাপুর, পূজা হেগড়ে অভিনীত ‘দেবা’।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর চ ল ক রব র নত ন স

এছাড়াও পড়ুন:

হইচই ফেলে দেওয়া সিরিজটি কেন সব মা-বাবার অবশ্যই দেখা উচিত

সন্তানের শূন্য বিছানা, ঘর খালি। ডুকরে কেঁদে ওঠেন বাবা; তাঁর হাহাকার চলতেই থাকে। শেষের এ দৃশ্যটি দেখার আগেই সিরিজটির সঙ্গে জুড়ে গেছেন আপনি, পর্দায় বাবার কান্না তাই আপনাকেও ছুঁয়ে যেতে বাধ্য। শেষ করার পরও অনেক দিন ধরেই সিরিজটির কথা মনে পড়বে, চরিত্রগুলোর সঙ্গে বিভিন্ন সংলাপও আপনাকে তাড়া করে ফিরবে; কে জানে হয়তো জাগিয়ে তুলবে অপরাধবোধও। সিনেমা-সিরিজের খোঁজখবর যাঁরা রাখেন, এতক্ষণে হয়তো বুঝে গেছেন হচ্ছিল ‘অ্যাডোলেসেন্স’-এর কথা। ১৩ মার্চ নেটফ্লিক্সের মুক্তির পর কার্যত সারা দুনিয়ায় ঝড় তুলেছে চার পর্বের মিনি সিরিজটি। স্ট্রিমিংয়ে নতুন রেকর্ড গড়েছে, অন্তর্জালে ঢুঁ মারলেই চোখে পড়ছে ‘অ্যাডোলেসেন্স’ নিয়ে এন্তার লেখা। কিন্তু এত কিছু না হলেও সিরিজটির গুরুত্ব এতটুকু কমত না। নির্মাতারা বিষয় হিসেবে এমন কিছুকে বেছে নিয়েছেন, যার সঙ্গে সারা দুনিয়ার মানুষ আরও নির্দিষ্ট করে বললে মা-বাবারা নিজেদের মেলাতে পারেন। কিন্তু কী এমন আছে এই সিরিজে? কেন সমালোচকেরা একবাক্যে মেনে নিচ্ছেন, ‘অ্যাডোলেসেন্স’ সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা সিরিজ?

একনজরে
সিরিজ: ‘অ্যাডোলেসেন্স’
ধরন: ড্রামা
পর্বসংখ্যা:
রান টাইম: ৫১-৬৫ মিনিট
স্ট্রিমিং: নেটফ্লিক্স
ক্রিয়েটর: জ্যাক থোর্ন ও স্টিফেন গ্রাহাম
অভিনয়ে: স্টিফেন গ্রাহাম, ওয়েন কুপার, অ্যাশলি ওয়ালটারস

১৩ বছরের কিশোর জেমি মিলার তারই এক সহপাঠীকে খুনের দায়ে গ্রেপ্তার হয়। বিশাল এক বাহিনী নিয়ে বাড়িতে রীতিমতো তাণ্ডব চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ যে ভয়াবহ, জেমি ছুরি দিয়ে নৃশংসভাবে সহপাঠী কেটিকে খুন করেছে! জেমি তো বটেই, ওর মা-বাবা, বড় বোন সবাই হতবাক। থানায় নেওয়ার পর জেমি অভিযোগ অস্বীকার করে। তাঁকে সহায়তার জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হয়, আসেন মনোবিদ। জেমি কি সত্যিই খুন করেছে—এমন প্রশ্ন নিয়ে এগিয়ে যায় গল্প।

গল্প শুনে আবার ভাববেন না এটি থ্রিলার, জেমি খুন করেছে কি না, সেটা এই সিরিজে আদৌ গুরুত্বপূর্ণ নয়। আসলে সে কী করেছে, শুরুর কিছুক্ষণ পর সেটা আপনিও বুঝে যাবেন। আবার কিশোর গ্যাং নিয়ে পুলিশি তদন্ত সিরিজও এটা নয়। এই গল্পের পরতে পরতে রোমাঞ্চ নেই, নেই ধাক্কা দেওয়ার মতো চমকও।

‘অ্যাডোলেসেন্স’-এর দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ

  • হইচই ফেলে দেওয়া সিরিজটি কেন সব মা-বাবার অবশ্যই দেখা উচিত