বলিউডের ঈদের সিনেমা মানেই সালমান খানের দাপট। সিনেমা ব্লকবাস্টার। সালমানের ভক্ত-অনুসারীরাও থাকেন মুখিয়ে এ সময়ের জন্য। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। আজ রোববার মুক্তি পাচ্ছে এ আর মুরুগাদস পরিচালিত ও সালমান খান অভিনীত ‘সিকান্দার’। চলুন জেনে নিই ঈদে মুক্তিপ্রাপ্ত সালমান খানের বেশ কিছু ব্লকবাস্টার সিনেমার কথা।

‘সিকান্দার’
ভারতীয় দর্শকদের ঈদের খুশিকে দ্বিগুণ করতে বড় পর্দায় আজ মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’। গত মঙ্গলবার সকালে ছবির অগ্রিম বুকিং শুরু হয়। হুড়মুড়িয়ে বাড়তে থাকে টিকিটের দাম। সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’-এ জুটি বেঁধে আসছেন রাশমিকা মান্দানা। এ ছবির অন্যান্য চরিত্রে আছেন সত্যরাজ, শারমান যোশি, কাজল আগরওয়াল, প্রতীক বাব্বর, অঞ্জিনী ধাওয়ানসহ অনেকে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে ‘সিকান্দার’, সেটাই এখন দেখার পালা।

২০২৩ সালের ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এপ্রিলে কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের আভাস

বঙ্গোপসাগরে চলতি এপ্রিল মাসে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কাও রয়েছে। এর ফলে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এছাড়া, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।    

মঙ্গলবার (১ এপ্রিল) আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিভিন্ন মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়ার মানচিত্র ও জলবায়ু মডেল বিশ্লেষণ করে এপ্রিল মাসের জন্য এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিসের বিশেষজ্ঞ কমিটি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ সময় দেশে ৫ থেকে ৭ দিন বজ্র এবং শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া, ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

এতে জানানো হয়, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
এপ্রিলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ সময় দেশে ২ থেকে ৪টি মৃদু অথবা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
 

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ