পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়ার পর আব্বাসের ফোনে কয়েক হাজার নোটিফেকশন
Published: 30th, March 2025 GMT
ওয়ানডে অভিষেকেই রেকর্ড গড়ে ফেলেছেন মুহাম্মদ আব্বাস। তাও আবার নিজের জন্মভূমি যেটা, সেই পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে। ওয়ানডে অভিষেকে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি এখন তাঁর, কাল পাকিস্তানের বিপক্ষে ২৪ বলে ফিফটি করা আব্বাস আউট হয়েছেন ২৬ বলে ৫২ রান করে
ওই রেকর্ডের কথা কখন জানতে পারলেন? নিউজিল্যান্ড ক্রিকেটের মিডিয়া বিভাগের পাঠানো এক অডিওতে আব্বাস বলেন, ‘আমার কোনো ধারণা ছিল না, ড্রেসিংরুমে কেউ একজন আমাকে বলেছিল। মনে করতে পারছি না কে বলেছিল, তবে আমি এখনো বিশ্বাস করতে পারছি না।’
মুহাম্মদ আব্বাসের আন্তর্জাতিক অভিষেক নিউজিল্যান্ডের হয়ে হলেও তাঁর জন্ম আসলে পাকিস্তানের লাহোরে। বাবা আজহার আব্বাস পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন। তবে পরে নিউজিল্যান্ডে এসেই থিতু হয়েছেন তিনি। তাঁর সঙ্গে ঠিকানা বদলে গেছে আব্বাসেরও।
আরও পড়ুনপাকিস্তানের ছেলে পাকিস্তানের বিপক্ষে গড়লেন বিশ্ব রেকর্ড২৯ মার্চ ২০২৫এখানে এসেও ক্রিকেটকে ছাড়েননি আজহার। খেলোয়াড়ি–জীবন শেষে এখন আজহার ওয়েলিংটনের সহকারী কোচ। তাঁর ছেলে মুহাম্মদ আব্বাসও ক্রিকেটার হয়েছেন, খেলেন ওয়েলিংটনের হয়ে। এবার হয়ে গেল নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকও।
মুহাম্মদ আব্বাস.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র কর ড
এছাড়াও পড়ুন:
চা বিরতির পর মিরাজের জোড়া সাফল্য
চা বিরতির পর জোড়া শিকার করেন মিরাজ। ৬৭তম ওভারে নিয়াশা মায়াভোকে (৩৫) লেগ বিফোরের ফাঁদে ফেলেন। তার বিদায়ে ভাঙে ৭২ বল স্থায়ী ২৫ রানের জুটি। এরপর ৬৯ তম ওভারে মাসাকাদজাকে (৬) ফেরান মিরাজ। নাহিদের মতো মিরাজেরও এখন ৩টি উইকেট। ৬৯ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২২৩ রানে ব্যাট করছে জিম্বাবুয়ে। ক্রিজে মুজারাবানির সঙ্গী এনগারাভা। জিম্বাবুয়ের লিড ৩২ রান।
এর আগে ২২ রানের লিড নিয়ে চা বিরতিতে যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ২৬ ওভার, ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে করেছে ৮০ রান।