পরনে পাঞ্জাবি। মাথার চুলগুলো এলোমেলো। হুইলচেয়ারে বসা অভিনেতা মোশাররফ করিম। তার ডান পায়ে ব্যান্ডেজ। হুইলচেয়ারে বসা মোশাররফ করিমকে ঠেলে নিয়ে যাচ্ছেন কয়েকজন। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে এভাবে প্রবেশ করেন এই তারকা অভিনেতা।

ঈদুল ফিতরে মুক্তি পাবে মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ সিনেমা। শাকিব-নিশোদের সঙ্গে ঈদের বাজারে প্রতিযোগিতা করবে সিনেমাটি। ট্রেইলারে প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে এটি। শনিবার (২৯ মার্চ) রাজধানীর বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্স সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে হুইলচেয়ারে বসে প্রবেশ করেন মোশাররফ করিম। 

‘চক্কর ৩০২’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তারপরই প্রশ্নে উঠে, সিনেমাটির প্রচারের অংশ হিসেবে কি হুইলচেয়ারে বসে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন মোশাররফ করিম? তবে ‘চক্কর ৩০২’ সিনেমার পরিচালক শরাফ আহমেদ জীবন জানান, এটি সিনেমার প্রচারের কোনো অংশ নয়। 

আরো পড়ুন:

আনন্দ মেলার উপস্থাপনায় ইমন, সঙ্গে নাবিলা

ঈদের দুই নাটকে মোশাররফ করিমের সঙ্গী ঊর্মী

ব্যাখ্যা করে শরাফ আহমেদ জীবন গণমাধ্যমকে বলেন, “মোশাররফ ভাইয়ের পায়ে একটি অস্ত্রোপচার হয়েছে। তারপরও যে তিনি প্রিমিয়ারে আসবেন এটা আমরা কল্পনাও করিনি। তার ডেডিকেশনের জায়গা থেকে এসেছেন। এজন্যই মোশাররফ ভাই সেরা।”

মোশাররফ করিম বলেন, “এখানে উপস্থিত হয়ে যারা সিনেমাটি দেখলেন তারাই বলতে পারবেন এটি কেমন হয়েছে। এটুকু বলতে পারি, সবাই দারুণ অভিনয় করেছেন। কারণ জীবন সবার থেকে অভিনয়টা আদায় করে নিয়েছেন। এতে নতুন কয়েকজন শিল্পী কাজ করেছেন; তারাও কোনো অংশেই কম করেননি। তাদের নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করি, সিনেমাটি সবার ভালো লাগবে।”

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘চক্কর’ সিনেমা। প্রথমে সিনেমাটির নাম রাখা হয়েছিল ‘বিচারালয়’। পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশে নাম পরিবর্তন করে রাখা হয় ‘চক্কর ৩০২’। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, রওনক হাসান, মৌসুমী নাগ, শাশ্বত দত্ত প্রমুখ।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র হ ইলচ য় র অন ষ ঠ কর ছ ন

এছাড়াও পড়ুন:

কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি: এটিআই শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের ঘোষণা

দেশের এটিআই (কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট) শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য জানান ।

তিনি বলেন, “এটিআইয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন কৃষি উপদেষ্টা। পরে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা”।

কৃষি মন্ত্রণালয় জানায়, শিক্ষার্থীদের আট দফা দাবি-দাওয়া পূরণে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা শিক্ষার্থীদের আট দফা দাবি বিষয়ে কৃষি মন্ত্রণালয় থেকে এর আগে নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের কাজ পড়াশোনা করা। তোমাদের ভবিষ্যৎ আমাদের ওপর ছাড়, আমরা দেখব। তোমাদের দাবি পূরণে সরকার আন্তরিক।”

কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়, শিক্ষার্থীদের প্রতিনিধিরা তাদের আট দফা দাবির মধ্যে বিধিসম্মত উপায়ে বাস্তবায়নযোগ্য দাবিগুলো বাস্তবায়নে সরকারের আশ্বাসের ওপর আস্থা রেখে চলমান আন্দোলন বন্ধ করে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষক নিয়োগ, পরীক্ষা, চাকরি গ্রেড, ইন্টার্ন ভাতা, ফাউন্ডেশন ট্রেনিং, উচ্চ শিক্ষায় প্রবেশগম্যতাসহ বিবিধ বিষয়ের দাবি সরকার আন্তরিকভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

এটিআইগুলোতে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা সরকারকে জানানোর জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয় এবং প্রাপ্ত সমস্যা সমাধানে মন্ত্রণালয় দ্রুত সময়ে কাজ করবে বলে শিক্ষার্থীদের জানানো হয়।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল ইসলাম এবং ছাত্র প্রতিনিধিদের মধ্যে আবু নাঈম সিদ্দিক, আসাদুজ্জামান কবির, মুসা প্রধান, মুনতাসির রহমান ও রায়ন উদ্দিম শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের এটিআইগুলোর ছাত্র-ছাত্রীদের ৮ দফা দাবির পরিপ্রেক্ষিতে কাজ চলছে।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ