চট্টগ্রামের বাকলিয়া থানার আওতাধীন বাকলিয়া এক্সেস রোডে একটি চলন্ত প্রাইভেট কারকে ধাওয়া করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

নগরীর চাক্তাই এলাকায় একটি সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানা গেছে। 

আজ রবিবার (৩০ মার্চ) ভোররাতের দিকে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাত সাড়ে ৩টার দিকে একটি প্রাইভেটকার নতুন ব্রিজ থেকে বাকলিয়া এক্সেস রোডের দিকে আসছিল। সেসময় ওই প্রাইভেটকারের পিছু নেয় ৪/৫টি মোটরসাইকেল। প্রাইভেটকারটি এক্সেস রোডের মুখে পৌঁছলে দুর্বৃত্তরা প্রাইভেটকারের ভিতরে এলোপাতাড়ি গুলি ছোড়ে। 

এসময় প্রাইভেট কারের চালক মোহাম্মদ মানিক (৩০) এবং আরোহী মোহাম্মদ আবদুল্লাহ (৩০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরও দুই জন আরোহী। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্ত ও গ্রেপ্তার করার চেষ্টা চলছে। হত্যাকারীদের দ্রতই আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।

ঢাকা/রেজাউল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব কল য়

এছাড়াও পড়ুন:

চা বিরতির পর মিরাজের জোড়া সাফল্য

চা বিরতির পর জোড়া শিকার করেন মিরাজ। ৬৭তম ওভারে নিয়াশা মায়াভোকে (৩৫) লেগ বিফোরের ফাঁদে ফেলেন। তার বিদায়ে ভাঙে ৭২ বল স্থায়ী ২৫ রানের জুটি। এরপর ৬৯ তম ওভারে মাসাকাদজাকে (৬) ফেরান মিরাজ। নাহিদের মতো মিরাজেরও এখন ৩টি উইকেট। ৬৯ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২২৩ রানে ব্যাট করছে জিম্বাবুয়ে। ক্রিজে মুজারাবানির সঙ্গী এনগারাভা। জিম্বাবুয়ের লিড ৩২ রান।

এর আগে ২২ রানের লিড নিয়ে চা বিরতিতে যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ২৬ ওভার, ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে করেছে ৮০ রান।

সম্পর্কিত নিবন্ধ