আজ চাঁদ দেখা গেলে আগামীকাল (৩১মার্চ) সারা দেশে ঈদুল ফিতর পালিত হবে। সোমবার সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

রবিবার (৩০মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. শোয়াইব এ তথ্য জানান।

তিনি বলেন, “দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ঈদের জামাত সবার জন্য উন্মুক্ত।” জামাতে আগ্রহী মুসল্লিদের অংশ নেওয়ার জন্য সংসদ সচিবালয় থেকে অনুরোধ করা হয়েছে।

ঢাকা/এএএম/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যশোরে ঈদের দিন রাতে পটকা ফোটানো নিয়ে মারামারি, ছুরিকাঘাতে তরুণ নিহত

যশোর সদর উপজেলায় ঈদের রাতে পটকা (বাজি) ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার পাগলাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম অলিদ হোসেন (২২)। তিনি সদর উপজেলার নওদাগ্রামের হৃদয় হোসেনের ছেলে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন নিহত অলিদের সহযোগী বহর আলীর ছেলে আরিফ হোসেন (১৭), প্রতিপক্ষ লুৎফর মোল্লার ছেলে রিপন হোসেন (৪০), রিপনের ছেলে আপন (১৭) ও সাঈদের ছেলে শামীম হোসেন (১৭)। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, স্থানীয় তরুণ রাশেদুল, আপন ও শামীম সন্ধ্যার পর পাগলাদহ গ্রামে বাজি ফোটাচ্ছিলেন। বাজির বিকট শব্দে এলাকাবাসী অস্থির হয়ে ওঠেন। এ সময় অলিদ ও আরিফ তাঁদের বাজি ফোটাতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আপন ও শামীম মিলে অলিদ ও আরিফকে ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক অলিদকে মৃত ঘোষণা করেন। আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

এদিকে অলিদ ও আরিফের স্বজনেরা আপন, রিপন ও শামীমকে মারধর করেন। তাঁরা আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত হোসেন বলেন, পটকা ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত নিবন্ধ