কেউ কাউকে মানেন না, ভেঙে পড়েছে সাংগঠনিক শৃঙ্খলা
Published: 30th, March 2025 GMT
রাজশাহী মহানগর বিএনপির রাজনীতিতে প্রভাব বিস্তার নিয়ে শীর্ষ নেতাদের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। দলের মধ্যে প্রকাশ্যে তিনটি ধারার সৃষ্টি হয়েছে। যাঁদের কেউ কাউকে মানছেন না। এক পক্ষের কর্মসূচিতে অনুপস্থিত থাকেন আরেক পক্ষের নেতারা। কেন্দ্রীয় কর্মসূচিও পালিত হচ্ছে পৃথকভাবে। এই বিভক্তির কারণে দ্বন্দ্ব–সংঘাতে জড়িয়ে পড়ছেন তৃণমূলের নেতা–কর্মীরা। ঘটছে প্রাণহানিও।
দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে ১৭ মার্চ রাজশাহীতে থাকা বিএনপির তিন কেন্দ্রীয় নেতাকে সতর্ক করে চিঠি দিয়েছেন মহানগরের নেতারা। এ নিয়ে দলের মধ্যে তোলপাড় চলছে। এ ঘটনাকে নজিরবিহীন বলছেন অনেকেই। ওই চিঠিতে মহানগর বিএনপিকে উপেক্ষা করে বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটিকে বাদ দিয়ে নিজস্বভাবে দলীয় ব্যানারে কর্মসূচি পালনের অভিযোগ আনা হয়। অবশ্য চিঠি দেওয়ার পরও ২১ মার্চ নগরের ২৪ নম্বর ওয়ার্ডে কর্মসূচি পালন করেছেন তিন নেতা।
ওই তিন নেতা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক সিটি মেয়র মিজানুর রহমান (মিনু); বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন (বুলবুল) এবং বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক (মিলন)। তাঁরা দীর্ঘদিন নগর বিএনপির শীর্ষ পদে থেকে নেতৃত্ব দিয়েছেন।
বর্তমানে কেন্দ্রীয় কমিটি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে থাকা এই তিন নেতা ‘সতর্কীকরণ চিঠিকে’ গুরুত্ব দিচ্ছেন না। মহানগর কমিটির এমন চিঠি দেওয়ার এখতিয়ার নেই বলে দাবি করেছেন তাঁরা। তবে মহানগর কমিটির নেতারা বলছেন, কেন্দ্রের নির্দেশেই তাঁরা এই চিঠি দিয়েছেন। এই নিয়ে দলে এখন চরম টানাপোড়েন চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১০ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীকে আহ্বায়ক ও মামুন অর রশিদকে সদস্যসচিব করে নগর বিএনপির ৯ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এতে সাতজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তাঁরা হলেন নজরুল হুদা, দেলোয়ার হোসেন, মো.
তিন ভাগে বিভক্ত কর্মসূচি
বিএনপি দলীভাবে পালন করে থাকে এমন দিবসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। গত ৭ নভেম্বর এই দিবসে মিজানুর রহমানের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনসহ নগরজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ৮ নভেম্বর নগর বিএনপির চার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, আসলাম সরকার, জয়নাল আবেদীন ও ওয়ালিউল হকের নেতৃত্বে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। পরদিন ৯ নভেম্বর নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্যসচিব মামুনুর রশিদের নেতৃত্বে পৃথক আলোচনা সভা হয়।
আবার নগর বিএনপির কর্মসূচিতে ডাক পাচ্ছেন না কেন্দ্রীয় এই তিন নেতা। জুলাই গণ–অভ্যুত্থানে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে ৭ মার্চ সৌজন্য সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠান ছিল নগরের ভুবনমোহন পার্ক শহীদ মিনারে। ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে তাঁরা ডাক পাননি।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর মহানগর বিএনপি আয়োজিত দলের বিভাগীয় শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান (দুদু)। এই সমাবেশেও ওই তিন কেন্দ্রীয় নেতাকে দেখা যায়নি।
পাল্টা কমিটির পর তৃণমূলে অসন্তোষ
গত ২৪ অক্টোবর মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব নগরের সাত থানার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেন। কিন্তু পাল্টা কমিটি দেন চার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, আসলাম সরকার, জয়নাল আবেদীন ও ওয়ালিউল হক। এই কমিটি করার পরে দলের অসন্তোষের কথা কেন্দ্রে চলে যায়। চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম এসে তাদের মীমাংসা করে দেন। পাল্টা কমিটির আহ্বায়কদের যুগ্ম আহ্বায়ক করে কমিটি পুনর্গঠন করে দেওয়া হয়।
তবে এ নিয়ে দলে এখনো অসন্তোষ রয়েছে। একাংশের নেতা–কর্মীরা বলছেন, সাতটি থানার একটিতেও ভালো কমিটি হয়নি। এই কমিটি ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। নগরের মতিহার থানার পাল্টা কমিটিতে আহ্বায়ক হয়েছিলেন সাইফুল ইসলাম। তিনি স্নাতকোত্তর। অন্যদিকে বর্তমান আহ্বায়কের প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সনদই নেই। সাইফুল বলেন, তারেক রহমান ঘোষণা দিয়েছেন কমিটিতে আসবেন শিক্ষিত ও ক্লিন ইমেজের নেতারা। কিন্তু বাস্তবে তা হচ্ছে না।
বোয়ালিয়া (পশ্চিম) থানার পাল্টা কমিটির আহ্বায়ক ছিলেন গুলজার হোসেন। তিনি বলেন, তাঁদের কমিটি ছিল নির্যাতিত ও ত্যাগী বিএনপি নিয়ে। নতুন কমিটি হয়েছে সুবিধাভোগীদের নিয়ে হয়েছে।
নিজেদের মধ্যে সংঘর্ষ, খুন
আওয়ামী লীগের এক নেতাকে ধরিয়ে দেওয়ার জের ধরে ৬ মার্চ রাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপির দুই পক্ষ। নগরের দড়িখোরবনার মোড়ে এই সংঘর্ষে গোলাম হোসেন নামের এক রিকশাচালক নিহত হন। এ ঘটনায় করা মামলায় নগরের শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুর হক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামি করা হয়। নগর বিএনপির সদস্যসচিবের ইন্ধনে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান।
১৫ মার্চ বিকেলে নগরের বোয়ালিয়া থানায় বিএনপিপন্থী এক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়া ও ছাড়িয়ে নেওয়ার চেষ্টা নিয়ে মহানগর বিএনপির নেতারা দুই ভাগ হয়ে বাগ্বিতণ্ডায় জড়ান।
নেতাদের পাল্টাপাল্টি অভিযোগ
সরকার পতনের পর পর সরকারি সম্পত্তি জালিয়াতির অভিযোগে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হুদাসহ দুজনের বিরুদ্ধে ৮ আগস্ট আদালতে মামলা করেছেন মিজানুর রহমান। তিনি বলেন, বর্তমান মহানগর কমিটির সদস্যসচিব জাসদ করেছেন, জাতীয় পার্টি করেছেন। এই কমিটি আসার পরে তাঁরা কোনো অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায় না। এরা ভূমিদস্যুতা, মারামারি, চাঁদাবাজি—এসবে ইন্ধন দেওয়া নিয়ে ব্যস্ত। তিনি অভিযোগ করেন, মামুন অর রশিদের ইন্ধনে নগরের দড়িখোরবনার মোড়ে একজন মানুষ খুন হয়ে গেল। তাঁদের সঙ্গে তাঁরা চলতে পারেন না।
মামুন অর রশিদ প্রথম আলোকে বললেন, ‘মিজানুর রহমান মিনু আমার বড় ভাই। তবে তিনি যে অভিযোগগুলো করেছেন, এগুলো সত্য নয়।’ আহ্বায়ক এরশাদ আলী প্রথম আলোকে বলেন, থানা কমিটি নিয়ে পাল্টা কমিটি হয়েছিল, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম এসে সেগুলো মিটমাট করে দিয়ে গেছেন। আর কোনো সমস্যা নেই। তিনি বলেন, ‘যাঁরা বলছেন যে তাঁদের আমরা সতর্ক করতে পারি না, তাঁরা কথাগুলো কেন্দ্রে গিয়ে বলুক।’
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, তাঁরা এখন যে কর্মসূচি পালন করেন, এটা দলের চেয়ারপারসনের কর্মসূচি। সেখানে কমিটির কয়েকজন নেতা ছাড়া সবাই যাচ্ছেন। তাঁকে দলের চেয়ারপারসন মনোনীত করেছেন। তিনি ছাড়া কেউ তাঁকে অপসারণ করতে পারেন না।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম জ ন র রহম ন সদস যসচ ব ন ব এনপ র কম ট কম ট র কর ছ ন সরক র সদস য বলছ ন নগর র
এছাড়াও পড়ুন:
ছোটবেলার ঈদ ঝামেলাবিহীন, সহজ-সরল ছিল: নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনীত ‘জ্বীন-৩’ সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে। ঈদ উৎসবে এটি আলাদাভাবে আনন্দ যোগ করবে। তা ছাড়া গত বছর অসুস্থ থাকায় ঈদের আনন্দ উপভোগ করতে পারেননি। সবকিছু মিলিয়েই নুসরাত ফারিয়ার এবারের ঈদটা একটু বিশেষ।
ঈদ উৎসবের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। নুসরাত ফারিয়ারও ব্যতিক্রম নয়। ঈদে ঈদি দেওয়া-নেওয়ার বিষয়ে এই অভিনেত্রী বলেন, “এখন আর ছোটবেলার মতো ঈদি পাই না। বরং এখন অনেক বেশি লোকজনকে আমাকেই ঈদি দিতে হয়। তারপর আমার বড় যারা রয়েছেন, বন্ধু আছেন, পরিবারের লোকজন আছেন, তারা অবশ্য আমাকে এখনো ঈদি দিয়ে চলেছেন। এ বিষয়ে নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করি।”
ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদে কতটা পার্থক্য? জবাবে নুসরাত ফারিয়া বলেন, “ছোটবেলার ঈদ অনেক ঝামেলাবিহীন, সহজ-সরল ছিল। এখন আর সেটা নেই। তবু ঈদ মানেই তো আনন্দ। এই আনন্দ কতটা তা হয়তো ঠিক ভাষায় প্রকাশ করতে পারব না। সারা মাস রোজা রাখার পর একটা দিন এভাবে সেলিব্রেট করার আনন্দই আলাদা। বাড়িতে সকলের সঙ্গে কাটানো, এটা আসলে একাত্মতার দিন, সকলে এক হয়ে যাওয়ার দিন। ছোটবেলার ঈদের থেকে বড়বেলার ঈদ অনেক বদলে গেছে, সেটা ঠিক। তবু এই উৎসব আমার কাছে আজও আগের মতোই স্পেশাল।”
আরো পড়ুন:
কত টাকা আয় করল সালমান-রাশমিকার সিনেমা?
বুলেট প্রুফ গ্লাসের ওপার থেকে দেখা দিলেন সালমান
কামরুজ্জামান রোমান পরিচালিত ‘জ্বীন-৩’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। তার বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। সিনেমাটির ‘কন্যা’ শিরোনামের গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
ঈদুল ফিতরের দিন বেশ কিছু প্রেক্ষাগৃহে ‘জ্বীন-৩’ মুক্তির কথা ছিল। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স ও লায়নে মুক্তি পায় এটি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, খুব শিগগির সবগুলো মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘জ্বী-৩’।
ঢাকা/শান্ত