দলগুলোর লড়াই চলে পয়েন্ট তালিকায় ওপরে থাকার—শুধু তো সেরা চার নয়, কারা কোয়ালিফায়ার বা এলিমিনেটর খেলবেন, সেই হিসাবও আছে। একই সঙ্গে আইপিএলে প্রতিদ্বন্দ্বিতা চলে দুটি ক্যাপের জন্যও। ফিল্ডিংয়ের সময় মাথায় ওই ক্যাপ নিয়ে নামার আলাদা একটা মাহাত্ম্যও আছে।

সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্য অরেঞ্জ ক্যাপ আর সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলারের পার্পল ক্যাপ—এই দুটিতে এখন পর্যন্ত কারা এগিয়ে? টুর্নামেন্ট সবে শুরু হলেও এ নিয়ে আগ্রহ আছে সবারই। আপাতত অরেঞ্জ ক্যাপের মালিক ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলা এই ব্যাটসম্যান দুই ম্যাচের প্রথমটিতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩০ বলে ৭৫ ও দ্বিতীয়টিতে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ২৬ বলে করেছেন ৭০ রান। দুই ইনিংসে ১৪৫ রান করা পুরান এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩টি ছক্কাও মেরেছেন। তাঁর চেয়ে বেশি স্ট্রাইক রেটও (২৫৮.

৯২) নেই কারও।


দুই নম্বর জায়গাটিতে অবশ্য বদল এসেছে কাল। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৪১ বলে ৭৪ রান করেছেন তিনি, আগের ম্যাচে করেন ৭৪ রান। দুই ম্যাচে ১৩৭ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি। তাঁর অবশ্য ছক্কা ৮টি। দুই ম্যাচে ১২৪ রান করা মিচেল মার্শকে ছাড়িয়ে গেছেন তিনি।


সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার প্রথম নামটি এখন আফগানিস্তানের নূর আহমেদ। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন নূর, পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩৬ রানে নেন ৩ উইকেট। সব মিলিয়ে তাঁর উইকেট ৭টি। এই তালিকার দুই নম্বরে আছেন শার্দুল ঠাকুর—দুই ম্যাচে তাঁর ৬ উইকেট।

শেষ পর্যন্ত কে সবার চেয়ে এগিয়ে থাকেন, সেটি অবশ্য দুই ম্যাচ পর বলে দেওয়াটা একটু মুশকিল।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

এপ্রিলে কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের আভাস

বঙ্গোপসাগরে চলতি এপ্রিল মাসে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কাও রয়েছে। এর ফলে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এছাড়া, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।    

মঙ্গলবার (১ এপ্রিল) আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিভিন্ন মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়ার মানচিত্র ও জলবায়ু মডেল বিশ্লেষণ করে এপ্রিল মাসের জন্য এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিসের বিশেষজ্ঞ কমিটি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ সময় দেশে ৫ থেকে ৭ দিন বজ্র এবং শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া, ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

এতে জানানো হয়, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
এপ্রিলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ সময় দেশে ২ থেকে ৪টি মৃদু অথবা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
 

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ